আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫০
এম, এ কাশেম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে আবারো পুলিশি ধর পাকড়: সাধারণ নেতা-কর্মীরা ঘর-বাড়িি/এলাকা ছাড়া। কিন্তু, দলের দায়িত্বে থাকা নেতারা আছেন খোস মেজাজে! কারো খবর কেউ নিচ্ছেনা এমন অভিযোগ সাধারণ নেতা-কর্মীদের। ক্ষোভের বশ:বতি হয়ে একাধিক সাধারণ নেতা-কর্মী জানান, বিএনপি করতে গিয়ে আজ আমাদের এই করুন অবস্থা। অথচ দলে থাকা ধান্দাবাজ, দালাল আর মুনাফেক নেতা নামধারীরা সকল সুযোগ-সুবিদা হাতিয়ে নিলে ও কিন্তু, আমাদের মতো সাধারণ কর্মী-সমর্থকদের খোঁজ নেয়ার গরজ আছে বলে ও মনে করেনা/করছে ও না! এর চাইতে আওয়ামীলীগের নেতারা অনেক ভালো বলে ও তাদের মন্তব্য। তারা জানান, আওয়ামীলীগের দায়িত্বে থাকা নেতারা সাধারণ কর্মী-সমর্থকদের নিয়মিত খোঁজ নেয় এবং পারলে সামর্থানুযায়ি সহযোগীতা ও করে। সূত্র জানিয়েছে, অতিতের কথা বাদ দিলে ও গত ৩/৪দিন ধরে পুলিশ বিভিন্ন মামলায় যুক্ত আসামী হিসেবে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক সাধারণ নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসা/বাড়িতে হানা দিয়েছে বা দিচ্ছে ও তাদের কে গ্রেপ্তার করার জন্য। ইতিমধ্যে গত ২/৩ দিনের ব্যবধানে প্রায় ৭/৮জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলীয় সূত্র জানায়, দেশের সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কুমিল্রার একটি পূজা মন্ডবে মুর্তির পাঁয়ের নিচে দেশের সংখ্যাঘরিষ্ট মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ ‘আল কোরআন’ পাওয়া যাওয়ার ঘটনায় সারাদেশ ব্যাপী মুসলিম সম্পদায়ের মাঝে ক্ষোভের আগুন জ্বলতে থাকে। আর এ ক্ষোখের বহি:প্রকাশ স্বরুপ দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমানদের মাঝে অনাকাংখিত ঘটনার ও জন্ম নেয়। এর ধারা বাহিকতায় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় হিন্দুদের একটি মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আর ওই মামলার সূত্র ধরে মীরসরাই উপজেলায় পুলিশ নির্বীচারে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযানে নেমে পড়ে বলে বিএনপি’র অভিযোগ। বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, যদি ও বা ঘটে থাকে সেই ঘটনা হাটহাজারী থানার। কিন্তু, মীরসরাই উপজেলায় কেনো এখানকার পুলিশ নির্বীচারে সাধারণ নেতা-কর্মীদের গ্রেপ্তারাভিযানে নেমে পড়লো। ইতিমধ্যে তাদের দলের ৭/৮জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার দাবি করে নের্তৃবৃন্দ কলেন, গত ২/৩দিন যাবত দলের সাধারণ নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং রাত গভীরে পুলিশ বাসা/বাড়িতে হানা দিচ্ছে। পুলিশের এহেন গ্রেপ্তার-হয়রানির ঘটনায় তিব্র নিন্দা-ক্ষোভ জানিয়ে স্থানীয় ও বহি:বিশ্বে দলটির দায়িত্বে থাকা নেতারা বিবৃতি প্রদান করেছেন। মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মঈন উদ্দিন লিটন, বর্তমান পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি প্রমুখ। বহি:বিশ্বের নেতাদের মধ্যে-মালয়েশিয়াস্থ বৃহত্তর ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম’র সভাপতি এবং মালয়েশিয়া বিএনপি’র যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম কে,এল ও সাধারণ সম্পাদক (জাতীয়তাবাদী ফোরাম) এবং যুগ্ম সম্পাদক (বিএনপি) মোঃ সিরাজুল ইসলাম মাহামুদ, ‘তারেক রহমান’ স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ (কমিটি)’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সাজ্জ্বাদ পারভেজ, ওমান বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় নেজোয়া বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, মোঃ মোবারক হোসেন চৌধূরী মাসুক মীরসরাই প্রবাসী বিএনপি সংযুক্ত আরব আমিরাত প্রমুখ নের্তৃবৃন্দ যুক্ত বিবৃতিতে গ্রেপ্তাকৃত নেতা-কর্মীদের অবিলম্ভে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গ্রেপ্তার-হয়রানি বন্ধ করতে স্থানীয় পুলিশের প্রতি অনুরোধ জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |