আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৩৩
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : ঘটনাটি ঘটেছে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট জেনারেল হাসপাতালে।
সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, একজন সিজারিয়ান রুগীর রক্তের গ্রুপ নির্ণয়ে বারইয়ারহাটের ৩ প্রতিষ্ঠানে দু’রকম রিপোর্ট প্রদান করে। এদের মধ্যে বারইয়ারহাট মসজিদ রোডে অবস্থিত নাইটেঙ্গেল ডায়াগনস্টিক ল্যাবে রিপোট আসে A+ আবার একই ব্যাক্তির জেনারেল হাসপাতাল ও লাইফ কেয়ার হাসপাতালে রিপোট আসে 0+!!!
কিন্তু ডেলিভারি হওয়ার পর বারইয়ারহাট জেনারেল হাসপাতাল নাইটেঙ্গেলের রিপোটের উপর ভিত্তি করে রুগীনিকে A+ ব্লাড পুষ করে দেয়।
ওই রক্ত রুগীনির শরীরে এডজাষ্ট না করায় রুগীনির শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল থেকে চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ’সাপোটে রয়েছেন বলে তার ঘনিষ্ঠজনরা সাংবাদিকদের জানান।
এ দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ বারইয়ারহাট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে রক্তের ভুল রিপোর্ট প্রদানের কারনে রোগীনির অবস্থা মৃত্যু মুখী। এ বিষয়টি তদন্ত করে নিউজ করতে গতকাল ফেইজবুকিয় টিভি (‘নন্দিত টিভি) ২ সাংবাদিক ও ১ ক্যামরাম্যান আসলেন উক্ত হাসপাতালে। তারা এসে ওই অভিযোগ কে পাশ কাটিয়ে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা হয় মর্মে একটি রিপোর্ট প্রকাশ করালেন ফেইজবুকিয় টিভি ‘নন্দিত টিভি’তে! বয়সের ভারে ন্যুজ না হলে ও এ প্রতিবেদকের দীর্ঘ ২৭ বছরের সাংবাদিকতার বয়সে এমন আজগুবি কথা শুনা যায়নি বা এমন আজগুবি সাংবাদিকতা দেখা ও যায়নি! হাঁ বরং এটা শুনা যায়, বা জানা ও যায় যে, যে কোনো ঘটনার ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট তৈরী করতে গিয়ে কোনো কিছুর মোহে পড়ে সাংবাদিক নামধারী দু’নম্বরী ব্যাক্তি বিশেষরা ঘটনাটি সম্পর্কে যদি ও বা লিখে তবে, ঘটনাকারী থেকে উপটোকন কিছু নিয়ে তা ভিন্ন ভাবে উপস্থাপন করে। কিন্তু, ঘটে যাওয়া ঘটনার কথা লিখতে তার খোঁজখবর নিতে এসে কিছু না কিছুর বিনিময়ে তা না লিখে বা তা তুলে না ধরে অন্য আরেকটা কিছু লিখে দিবে বা তুলে ধরবে তা শুনা যায়নি, দেখা যায়নি বা জানার ও বাইরে।
অবশ্য বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এম,ডি/চেয়ারম্যান এম, কামাল উদ্দিন ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন।
ঘটনাটি সত্য নাকি মিথ্যা তা রোগীনি এবং তার সাথে থাকা পরিবারের অন্যান্যদের সাথে আলাপ করলে আসল ঘটনা সম্পর্কে জানা যাবে এমন দাবি অনেকের। এ ছাড়া বেশ কয়েকজন দাবি করে বলেছেন, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এমন ঘটনা নতুন নয় আরো কয়েকবার ও ঘটেছে। এ ছাড়া হাসপাতালটির বিরুদ্ধে আরো বহুবিধ: অভিযোগ ও রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |