আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৪
এম, এ কাশেম \ মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি দিনকাল : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাংবাদিকতা জগতের ‘বাতির আলো’ খ্যাত মুহাম্মদ নিজাম উদ্দিন এর জীবন প্রদীপ অকালে নিভিয়ে দিলেন মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন! কোনো এক সময় কথা প্রসঙ্গে এ প্রতিনিধিকে ‘এমন সাংবাদিকতা করে বউ চালানো ও দায়’ এ রকম আরো গুরুত্বপূর্ণ কথা যিনি বলেছিলেন তিনি মীরসরাইয়ের সাংবাদিকতার ‘আইডল’ মুহাম্মদ নিজাম উদ্দিন। মানসপটে ভেসে উঠছে যার মুখোমন্ডল তিনি হলেন সাংবাদিক নিজাম উদ্দিন। মীরসরাইয়ের সাংবাদিকতার ইতিহাসে ‘ঝলক-ঝলক’ স্মৃতিতে চির ভাস্বর থাকবেন সাংবাদিক নিজাম উদ্দিন। চোখের সামনে ভাসছে সাংবাদিক নিজাম উদ্দিন’র পরামর্শ মূলক অনেক কথা। আজ থেকে দীর্ঘ প্রায়য় ৩০ বছর আগে এ প্রতিনিধির সাংবাদিকতা জীবনের সূচনা লগ্নে পরিচিত হতে গিয়েছিলেন নিজাম উদ্দিন’র কাছে। মীরসরাই সদরস্থ ‘মীর সাহেবের মাজার’র বাম পাশের সরু একটি গলি দিয়ে ভিতরে প্রবেশ করে সাংবাদিক নিজাম উদ্দিন’র অস্তিত্ব খুঁজে পেলেন ্্র প্রতিনিধি। তিনি তখন জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকার চট্টগ্রামের এজেন্ট মোহাম্মদ ইসহাকের মীরসরাই উপজেলার এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনার এক পর্যায়ে চট্টগ্রমের প্রাচীনতম: আঞ্চলিক দৈনিক ‘পূর্বকোণ’ পত্রিকার মীরসরাই সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকতার পেশা জগতে পা রাখেন। এর পর তিনি কি, কি দায়িত্ব পালন করেছেন তা লিখতে গেলে সময়ের সাথে পাল্লা দিয়ে পারা ডাবেনা। লিখতে লিখতে অনেক কিছু-ই লিখে ফেলা হয়েছে! অথচ, লেখার মুল প্রসঙ্গে এখনো প্রবেশ ও করা যায়নি! লিখতে গিয়ে লেখা ও যাচ্ছে না। কারন, যাকে নিয়ে এই লেখার অবতারণা সেই সাংবাদিক উদ্দিন আর ইহ জগতে নেই। জানা গেছে, দীর্ঘ বেশ কয়েকদিন তিনি ব্যান্সাওে আক্রান্ত হয়ে খুব বেশী অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের অন্যান্যরা তাকে ভারতের একটি হাসপাাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় তার মরদেহ ভারত থেকে নিজ বাড়িতে নিয়ে আসার কথা রয়েছে। এবং পর দিন ১৪ জানুয়ারি (শনিবার) বেলা ১১টায় নিজ বাড়ি এলাকা মীরসরাই পৌরসভা সভার ৮নং ওয়ার্ডস্থ পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য এ প্রতিনিধি তার সাংবাদিকতা জীবনের প্রায় ৩০ বছরে ৩০ টাকা ও জমাতে পারেনি। ফলে, বর্তমান সময়ে খুব বেশী অভাবগ্রস্থতার মধ্যে থেকে যখন দিন-রজনী পার করে যাঁিচ্ছলেন খন হঠাৎ একদিন তার পারিবারিক সংক্রান্ত বিষয়ে কথা বলার এক ফাঁকে তিনি ওই কথা টি বলেছিলন। এবং এও বলেছিলেন-‘আপনার মতো সততা নিয়ে সাংবাদিকতা করলে বউ চালানো ও দায় হয়ে পড়বে’। এ প্রতিনিধির প্রিয় সহকর্মী/সহযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন কে আল্লাহ যেনো বেহেস্তাসী করে নেন। এবং শোকাভীভূত পরিবারকে শোক্ সইবার শক্তি/সাহস দেন। আমীন।
শোক : সাংবাদিক নিজাম উদ্দিনের ইন্তেকালে মীরসরাই উপজেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন-চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম: সদস্য ও মীরসরাই বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধূরী।
এ দিকে জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পরিবারের পক্ষ থেকে ও গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ কামরুল হাসান বাবলু ও পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এম,এ কাশেম। এবং পত্রিকার অন্যান্য সহকর্মী/সহযোদ্ধারা। তারা সবাই মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |