আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৮
এম, এ কাশেম \ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেরার বিভিন্ন স্থানে ‘কাল বৈশাখী’ ঝড়’র তান্ডবে বিভিন্ন বাড়ির বসত: বিধ্বস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যাপাক ক্ষয়-ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেতের ফসলাধির। এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ ও বন্ধ হয়ে পড়ে রাত-দিন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরো উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। বৈশাখী ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে বিভিন্ন এলাকার বড় বড় গাছ-পালা।
এ ছাড়া- বোরো ধান, ভুট্টা, সূর্যমুখী ফুল, আম ও ইট ভাটার কাঁচা ইটের সিমাহীন ক্ষতি হয়েছে বলে সূত্র জানিয়েছে। এ দিকে গতকাল রাতে শুরু হওয়া বজ্রপাতে ভোরে আতঙ্কিত হয়ে উপজেলার বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী হোসেন সওদাগর মৃত্যুবরণ করেছেন। নিহতের নাতি মোঃ মোস্তফা খান জানান্ সকালে বজ্রপাতের সময় আতংকিত হয়ে আমার দাদা হোসেন সওয়াগর মৃত্যুবরণ করেন। এ ছাড়া-বিভিন্ন এলাকায় আরো ৭জনের মতো আহত হওয়ার ও খবর পাওয়া গেছে।
সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ‘কাল বৈশাখী’ ঝড়ের তান্ডবে উপজেলার ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দূর্গাপুর, ৯নং মীরসরাই সদর, ১৫নং ওয়াহেদপুর ও ১৬নং সাহেরখালী ইফনিয়ন’র বিবিন্ন জায়গায় ব্যাপক ভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে। চট্টহ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মীরসরাই জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সাইফুল আহমেদ জানান্,“কাল বৈশাখী’ ঝড়ে বিদ্যুতে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় তারের উপর বড় বড় গাছ পড়েছে। প্রায় ১০টি খুঁটি ভেঙ্গে গেছে। যার কারণে অধিক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছিলো। উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, হটাৎ কালবৈশাখী ঝড়ে প্রায় একশ হেক্টর বোরো ধান জমিনে শুয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি জমে গেছে। তবে বৃষ্টি আর না হলে তেমন ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকলে ধানের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে ।
এ ছাড়া ভুট্টা, সূর্যমুখী ফুল ও আমের ও ব্যাপাক ক্ষতি হয়েছে বলে ও জানান্ তিনি । উপজেলা নির্বাহী কর্মকতৃা মোঃ মিনহাজুর রহমান স্থানীয় সাংবাদিকদের জান্,া সকালের দিকে ‘কালবৈশাখী’ ঝড়ে মীরসরাইয়ের বিভিন্ন জায়গায় ক্ষয়-ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারীত জেনে নেয়ার পর কি করা যেতে পারে দেখা যাবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |