আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৫
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ উত্তর চট্টগ্রামের মীরসরাই থানার ২নং হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের পাশ ঘেঁষে চলে যাওয়া গ্রাম্য বড় বাজার খ্যাত ‘শান্তির হাট’ থেকে ধুমঘাট হাজী চাঁনমিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অতি নিকটবর্তী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিলিত হওয়া রাস্তাটি দীর্ঘ বেশ কয়েক বছর যাবত অযতœ-অবহেলায পড়ে থাকারয় এতদাঞ্চলের মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেলে ও দেখার কেউ নেই ! বর্তমান আ’লীগ সরকারের শাসনামলে যখন স্ব স্ব এলাকার দলীয় এম,পি ও নেতা-কর্মীরা ঢামাডোল পিটিয়ে বলে বেড়াচ্ছে সারাদেশ ব্যাপী বিভিন্ন কিছুর মাধ্যমে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে প্রায় সব কিছু। কিন্তু, এই মীরসরাই এলাকার আওয়ামী দলীয় এম, পি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একজন সাবেক মন্ত্রী ও বর্তমানে ও মন্ত্রী পদ-মর্যাদা সম্পন্ন একজন ব্যাক্তি হওয়ার পর ও এখানকার এই রাস্তাটির এহেন দুরবস্থা কোনোক্রমেই মেনে নিতে পারছেন না কেউ। সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, উক্ত রাস্তাটি স্থানীয় ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও ৪নং ধুম ইউনিয়ন ছাড়া ও বারইয়ারহাট পৌরসভার হাজার হাজার নারী-পুরুষের চলাচলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহ্রত হয়ে অত্যাধিক গুরত্ব বহন করে চলেছে। স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন চেয়ারম্যান এর বাড়ি এলাকার রাস্তা হিসেবে পরিচিত এ রাস্তাটির মেরামতের জন্য এলাকার হাজারো মানুষ বিভিন্নভাবে বর্তমান ২নং হিঙ্গুলী ও ৪নং ধুশ ইউনিয়নের আওয়ামী দলীয় চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের এবং বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন ছাড়া ও সাবেক মন্ত্রী এবং বর্তমানে ও একজন মন্ত্রী পদ মর্যযাদা সম্পন্ন ব্যাক্তি, স্থানীয় আওয়ামী দলীয় এম,পি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বারস্থ হওয়ার পর ও বছরের পর বছর যাবত পড়ে রয়েছে পূর্বাবস্থায়। অন্যান্য সময়ের কথা বাদ দিলে ও বর্ষা মৌসুমে উক্ত রাস্তাটি কাঁদা-পানিতে একাকার হয়ে থাকা ছাড়া ও এতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে এতদাঞ্চলের নারী-পুরুণদের চলাচলে একেবারেই অযোগ্য হয়ে পড়ে থাকায় সিমাহীন দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার নারী-পুরুষ। সূত্র আরো জানিয়েছে, এই রাস্তাটির কোলঘেঁষা গ্রামে রয়েছে ঐতিহাসিক মাজার, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বনামধন্য হাজী চাঁনমিয়া উচ্চ ্র মাধ্যমিক বিদ্যালয়, স¦নাতন ধর্মালম্বীদের ‘বারুণী ¯œান’র তীর্থস্থান । কেবল মাত্র উক্ত রাস্তাটি সংস্কার বিহীন পড়ে থাকার কারণে এখানকার শতো শতো ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা দুরহ হয়ে পড়েছে। এ ছাড়া- যে কোনো জটিল ও কঠিন রোগীদের দ্রæত হাসপাকালে আনা-নেয়া ও সম্ভবপর: হয়ে উঠছেনা। এ এলাকার অধিবাসী, সমাজ সচেতন ব্যাক্তি প্রবাসী মোঃ ইব্রাহীম মির্জা এ প্রতিনিধির কাছে পাঠানো একটি বার্তা মারফত অত্যন্ত ক্ষোভের সহিত বলেন, স্বাধীনতার পর থেকে বিগত ৫০ বছর যাবত দেশে কতো সরকার আসলো আর গেলো কিন্তু আমাদের এলাকার রাস্তাাটির দিকে কারো সুনজর পড়েনি! মির্জা মোঃ ইব্রাহীম বলেন, আমরা যারা প্রবাসে পড়ে রয়েছি প্রায় সবার-ই নিজ গ্রাম এবং গ্রাম এলাকার মানুষের জন্য সব সময়-ই প্রাণ কাঁদে। নিজে ধনবান বা কোনো ধরণের জনপ্রতিনিধি না হয়ে ও যতোদুর সম্ভব গ্রাম এবং মানুষের জন্য কিছু না কিছু করে যাওয়ার টেষ্টা করে থাকি। এবং প্রাণ কাঁদে বলেই গ্রাম এবং সবার খবরাখবর নেয়ার চেষ্টা করে থাকি। তিনি আরো বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলীয় সরকার বুজিনা। শুধুমাত্র এই টুকু-ই বুজি বা বলতে চাই-যারা ক্ষমায় বা দায়িত্বে রয়েছেন তারা এলাকাবাসীর দুঃথ-দুর্দশা লাঘবে যথাযথ ভাবে কাজ করে যাবেন। মির্জা মোঃ ইব্রাহীম উক্ত এলাকার হাজার হাজার নারী-পুরুষের দুর্ভোগ লাঘবে উক্ত রাস্তাটি অতি দ্রæত সংস্কার করে দেয়ার জন্য মাননীয় সাবেক মন্ত্রী, স্থানীয় সাংসদ জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র, কাউন্সিলর, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ সুশীল সমাজ’র প্রতি বিনিত অনুরোধ জানিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |