আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৭
এম, এ কাশেম \ চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২নং খইয়াছড়া ইউনিয়নের ‘মৃত্যুকূপ’ খ্যাত খইয়াছড়া ঝর্ণা দেখতে এসে একই পরিবারের দু’সহোদর ভাই ও তাদের এক বন্ধু নিহত হওয়ার ১মাস হতে না হতে গতকাল এক সাথে একই এলাকার ১১ পর্যটক নিহত হয়েছেন। ঘটনায় আরো ২জন মারাত্মক আহতাবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন। ঘটনার বিবরণে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে একটি মাইক্রো বাসে করে গতকাল শুক্রবার (২৯জুলাই) সকালে ১৩জন মীরসরাই উপজেলার ১২নং খইয়াছড়া ইউনিয়নের ‘খইয়াছড়া ঝর্ণা’য় আনন্দ উপভোগ করতে আসেন। কিাল ৩টার দিকে তারা তাদের বহনকারী মাইক্রোবাসে করে নিজ এলাকায় ফিরতী পথে রের লাইন পার হওয়ার সময় দ্রæতবেগে আসা ‘আন্ত:নগর’ এক্সপ্রেস’র একটি ট্রেন তাদের বহনকরা মাইক্রো বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রো বাসটি চুর্ণ বিচুর্ণ হয়ে অনতিদুরে গিয়ে পড়ে। এতে মাইক্রো বাসে থাকা ১৩জনের মধ্যে ১১জন-ই ঘটনাস্থলে নিহত হন। এবং বাকি ২জন মারাত্মক আহত হন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে এলাকার অনেকেই দৈনিক ‘দিনকাল’ কে জানান, জানান, একদিকে রেল লাইন অপর দিকে ঝর্ণা এলাকায় ও কোনো নিরাপত্তা মূলক ব্যবস্থা না থাকায় বরাবর-ই এমনতর: অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।
গত ঈদের পর ও ঝর্ণা দেখতে আসা উক্ত এলাকায় চট্টগ্রাম শহরের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানের ৩জন শিক্ষার্থী অকালেই মৃত্যু বরণ করতে হয়েছে। নিহত ৩জনের মধ্যে ২জন-ই এক-ই পরিবারের সহোদর ভাই। অপরজন তাদের বন্ধু। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিকদের কাছে। সীতাকুন্ডস্থ্য রেলওয়ে পুলিশের এস, আই খোরশেদ আলম জানান্ মহানগর ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এতে ১৩জন যাত্রী ছিলো। সবাই নিহত হয়েছে বলে ও তিনি ধারণা করেন। এ দিকে রেলওয়ের পূর্বা লের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গির হোসেন সাংবাদিকদের জানান, মীরসরাইতে খইয়াছড়া ঝর্ণা দেখতে যাওয়া ১৩জন পর্যটক বহনকারী মাইক্রোবাসের সাথে মহানগর ট্রেন এর সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এতে মাইক্রোতে থাকা সবাই নিহত হওয়ার বিষয়টি ও অনেকের কাছ থেকে শুনতেছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই এলাকায় যাওয়া রেল লাইনের ওপর দিয়ে একটি সড়ক গিয়েছে। ওই খানে দেখা শোনা করার জন্য গেইম্যান ও রয়েছে। ঘটনার পর পর-ই গেইটম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন-সময় গেইটম্যান গেইট ওফেলে রেখেছিলেন কিন্তু উক্ত মাইক্রোবাসের চালক গেইটি ওপরের দিকে তুলে মাইক্রোটি পার করতেযাওয়ারসময দ্রæতবেগে আসা মহাগর’র সাথে সংঘর্ষেও ঘটনা ঘটে! তার পর ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে ও জানান্ দেন্ তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |