আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫১
এম, এ কাশেম, চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র তান্ডলীলায় সাগরে ডুবে যাওয়া বালু উত্তোলনকারি ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ ৮জনের মধ্যে ৫জনের লাশ উদ্ধার তরা হয়েছে বলে জানিয়েছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।সূত্র জানায়, গত সোমবার (২৪অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের অন্তর্গত ‘অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু ইকোনমিক জোন এলাকায় বালি উত্তোলন কালে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছিলো। শ্রমিকদের মধ্যে নিখোঁজ সবাই পটুয়াাখালী জেলার সদর থানার জনকাঠী মোল্লা বাডির বাসিন্দা বলে জানা গেছে। প্রাপ্ত সূত্র মতে, ডুবে যাওয়া উক্ত ড্রেজারটিতে মোট ০৯ জন শ্রমিক কর্মরত: ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মোঃ আবদুস ছালাম নামক একজন শ্রমিক কেনাকাটা করার জন্য কিনারায় গেলে তিনি প্রাণে বেঁচে যান। বাকিরা ড্রেজারেই অবস্থান করছিলেন।এ পর্যন্ত যে ৪জনের লাশ উদ্দার করা হয়েছে তারা হলেন, পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোঃ আনিচুর রহমান মোল্লার পুত্র মোঃ ইমাম হোসেন মোল্লা, মোঃ আব্দুল হক মোল্লার পুত্র মোঃ মাহমুদ হোসেন মোল্লা, মোঃ সেকান্দার হোসেন, প্রকাশ বারির পুত্র মোঃ জাহিদ হোসেন বারি। ঘটনার পরদিন মঙ্গলবার রাতে যে লাশিটি তাৎক্ষণিক উদ্ধার হয়েছিলো তা ছিলো একই এলাকার ফকির বাড়ির ফকির আহম্মেদ এর পুত্র মোঃ আল আমিন ফকির। মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ ইমাম হোসেন পাটোয়ারি স্থানীয় সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান আবারও শুরু করা হয়। ইতিমধ্যে আরও ৩ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরর জীবিত অথবা মৃত উদ্ধারের চেষ্টা চলছে।’ এ দিকে দীর্ঘ প্রায় ৪৯ঘন্টা অতিবাগিত হয়ে যাওয়ার পর ও মীরসরাই ফায়ার সার্ভিস ও প্রশাসন নিখোঁজ সকল শ্রমিককে জীবিত অথবা মৃত উদ্ধার করতে না পারায় তাদের আত্মীয় স্বজনদের মাঝে বিদ্যমান ক্ষোভ যেনো আরো দ্বিগুণ বেড়ে-ই চলেছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের গাফেলতিকে-ই দোষারোপ করে চলেছেন। তবে,নিখোঁজ শ্রমিকদের জীবিত অথবা মৃত উদ্ধার তৎপরতার কোনো গাফেলতি নেই বলে দাবি করেছেন স্থানীয় ঢায়ার সার্ভিস ও প্রশাসন। সূত্র জানায় ডুবে যাওয়া ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি কাজে ওই প্রতিষ্ঠানটির মালিকের কোনো ধরণের অভিক্ষতা না থাকলে স্থানীয় আওয়ামীলীগের এক নেতার আশির্বাদপুষ্ট হওয়ায় তার-ই ক্ষমতার প্রভাব ও অঙ্গুলী নির্দেশে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিতে বাধ্য হয়েছে বেপজা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |