আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝোড়ো হাওয়ায় ঢেউয়ের তোড়ে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বালুর ড্রেজার থেকে নিখোঁজ আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর আগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ড্রেজারটির ভিতর থেকে আরেক শ্রমিকের উদ্ধার করা হয়। এ নিয়ে চার শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। তবে এখনো চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ তথ্য জানিয়েছেন মীরসরাইয়ের ইউএনও মিনহাজুর রহমান।
তিনি বলেন, ড্রেজারের ভিতর থেকে ডুবুরিরা একজনের লাশ উদ্ধার করে এনেছে। নিখোঁজ শ্রমিক জাহিদ ও আল আমীনের আত্মীয়রা মরদেহটি তাদের স্বজনের বলে দাবি করছে। তবে এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাকি সাতজনের এখনও কোনো খোঁজ মেলেনি।
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী। এছাড়া গতকাল উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকিরের।
এ তথ্য জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।
সোমবার রাত ১১টার পর মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বসুন্ধরা শিল্প গোষ্ঠীর ঘাট-৩ এর পার্শ্ববর্তী বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে যায়।
তাতে শ্রমিক শাহীন (৩৭), ইমাম (২২), তারেক (২০), মাহমুদ (২৬), আল আমীন (৩০), জাকারিয়া (২৯), আলম (৩৫) ও জাহিদ (২৭) নিখোঁজ হন। নিখোঁজ সবাই পটুয়াখালীর জৈনকাঠি এলাকার বাসিন্দা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |