আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২২
বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : বর্তমান দেশ কে আজকের এ পর্যায়ে নিয়ে আসার কুশিলব খ্যাত ড. ফখরুদ্দিন-মঈন’র নের্তৃত্বাধিন বিগত ১/১১ এর তত্বাবধায়ক সরকার’র শাসনামলে ‘মাইনাস টু ফর্মূলা’র এজেন্ডা বাস্তবায়ন স্বরুপ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বিএনপি থেকে মাইনাস করার এক অশুভ ষড়যন্ত্রের অংশ বিশেষের অভিযোগে অভিযুক্ত হয়ে তৎ সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য’র পদ হারানো এবং বিএনপি সরকারের শাসনামলে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে থাকা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অধিবাসী জহিরুল আমিন খান প্রকাশ জেড এ খান মীরসরাই উপজেলা বিএনপি’র নের্তৃত্বাস্থানীয় প্রায় নেতা কর্মীর সমর্থন ও হারিয়ে ফেলেন শুধুমাত্র দলের চেয়ারপার্সন এবং বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মাইনাস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে। দীর্ঘদিন তিনি মীরসরাই বিএনপি’র সমর্থন হারানোর কারনে বলতে গেলে একেবারেই অনপুস্থিত থেকে ছিলেন। এবং নিজ বাড়িতে আসা পর্যন্ত বন্ধ রেখেছিলেন। অবশ্য, যদি ও বা আগে বিএনপি নেতাদের সমর্থন থাকার সুবাদে প্রায় রমজান মাসের মাঝামাঝি সময়ে নিজ গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের বাড়িতে ইফতার মাহফিলের আযোজন করে থাকেন। তার ধারা বাহিকতায় এবারকার রমজান মাসের ২৩ এপ্রিল ও নিজ বাড়িতে ইফতার মাহফিলের ও আয়োজন করেছিলেন। কিন্তু, বিএনপি’র দায়িত্বে থাকা তেমন কোনো নেতা তার বাড়িতে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে অংশ নেয়নি বলে একাধিক সূত্র থেকে পাওয়া খবরে জাান গেছে। মীরসরাই বিএনপি’র অনেক নেতা-কর্মী জানান, দলের সাথে বেঈমানি করা যে কেউ-ই এষানকার দল নিবেদিত কোনো নেতা-কর্মীর কাছে গ্রহন যোগ্যতা পাবেনা। তা ছাড়া- দলের দুঃসময়ের কান্ডারী ও চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া’র সু’যোগ্য উত্তরসূরি তারেক রহমান কে দল থেকে মাইনাস করার ষড়যন্ত্রে মেতে থাকা জেড এ খান কেনো যে কেউ-ই দল নিবেদিত কোনো নেতা-কর্মীর কাছে গ্রহন যোগ্যতা পাবেনা। সে নীরিখে মীরসরাই বিএনপি’র প্রায় প্রতিটি নেতা-কর্মীর কাছে আস্থাকুঁড়ে নিক্ষেপ হতে হয়েছে অতিত সময়ে দলের মধ্যে ব্যাপক আলোচিত ব্যাক্তি জেড এ খান কে। যার প্রমান মিলে গত ২৩ এপ্রিল জেড এ খানের নিজ বাড়িতে তার-ই উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি’র কোনো নেতা-কর্মী উপস্থিত না থাকা। এ থেকে অন্যান্য নেতাদের শিক্ষা নেয়ার কোনো বিকল্প নেই বলে ও মীরসরাই উপজেলায় থাকা দল নিবেদিত একাধিক নেতা-কর্মী এ প্রতিধিকে জানেিয়ছেন
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |