আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের প্রথম উপজেলা মীরসরাই। এই মীরসরাই উপজেলা অতিতের যে কোনো সময়ে সবার কাছে অধিক পরিচিত ছিলো বিএনপি’র দূর্গ হিসেবে। কিন্তু, বর্তমানে সেই দূর্গের ওপর আঘাত হেনেছে দলটির অভ্যন্তরে নের্তৃত্বের দ্বিধা-দ্বন্দ ও গ্রুপ রাজনীতি! অতিতের কথা বাদ দিলে ও বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বে মীরসরাই এর বিভিন্ন স্থানে বিশেষ করে মীরসরাই সদর ও বারইয়ারহাট এ মিছিল বের করা হলে তা সর্ব সাধারণের নজর কাড়ে। কিন্তু, কেনো জানি দীর্ঘদিন যাবত তাও বন্ধ হয়ে পড়ে!! এর পর থেকে মীরসরাই উপজেলার বিভিন্ন প্রোগ্রাম গুলো মীরসরাই উপজেলায় না করে তা চট্টগ্রাম শহর কেন্দ্রীক হয়ে পড়ে!!! কেন্দ্রীয় ভাবে নির্দেশিত বিভিন্ন প্রোগ্রাম গুলোর মিছিল ও সভা- সমাবেশ গুলো চট্টগ্রাম শহরেই করার রেওয়াজে পরিনত হয়ে যায়! তাও একেক গ্রুপ একেক ভাবে তথা আলাদা আলাদা ভাবে করে আসছে দীর্ঘদিন ধরে। সেই রেওয়াজ মোতাবেক বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে মীরসরাই উপজেলায় না করে তা এক দিকে নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বাধীন তার অনুসারীরা মিছিল বের করে তা উত্তর জেলা বিএনপির প্রোগ্রামে গিয়ে একাত্ম হয়। অপর দিকে আরেক নুরুল আমিন এর পক্ষিয় শাহিদুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে তার অনুসারীরা পৃথক মিছিল বের করে তা নিয়ে উক্ত জেলা বিএনপির প্রোগ্রামে গিয়ে মিলিত হয়। এর পর শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে যার যার নেতার নের্তৃত্বে বিশাল বিশাল মিছিল এর ছবি সহ লিখনির প্রতিযোগিতা! কেউ বলছে- নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বাধীন মিছিল টি অতিত ইতিহাস এর সব চেয়ে বড় মিছিল! আর কেউ বলে যাচ্ছে শাহিদুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বের মিছিল টি উত্তর জেলা বিএনপি’র সবার সেরা ও চোখ কাড়া মিছিল!! এখন সবারই মাঝে প্রশ্ন উঁকি মারছে- আসলে কোনটা সঠিক এবং কোনটা বিশ্বাসযোগ্য? তবে, সত্যিকারার্থে দল নিবেদিত সাধারণ মানুষ বর্তমানে দলের ক্রান্তিলগ্নে দলের মধ্যে বিভাজন, গ্রুপিং-দ্বন্দ কোনো টা-ই কামনা করছেন না। তারা মনে করেন, মীরসরাই উপজেলা বিএনপির অভ্যন্তরে বিভাজন, গ্রূপিং ও দ্বিধা-দ্বন্দ মিটিয়ে সবাই যদি এক হয়ে সামনের দিকে অগ্রসর হয় তাহলে মীরসরাই বিএনপির অতিত দূর্গ’র পরিচিতি আবার জনসম্মুখে তুলে ধরতে পারবে। আর তা যদি হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হলে ও বিএনপির রাজনৈতিক শক্তির কাছে কোনো কিছুতেই টিকে উঠতে পারবে না। কিন্তু, তথাকথিত গ্রূপিং-দ্বন্দে আবিষ্ট নেতারা তা কেনো মাথায় রাখতে চায় না? পদ-পদবী যে নের্তৃত্বের যোগ্যতাবলে আপনা আপনিই এসে যায় বা যাবে ও সে কথা টি ও তারা বুঝতে চায় না! দল সমর্থিত সাধারণ মানুষ মনে করেন, মীরসরাই উপজেলা বিএনপির এহেন বিভাজন, গ্রুপিং ও দ্বিধা-দ্বন্দ’র বিষয়ে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করলে মীরসরাই বিএনপি অতিতের প্রাণ ফিরে পেতে পারে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |