আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯
এম, এ কাশেম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা যুবদলের কমিটি খুব দ্রুত-ই হওয়ার পথে। ফলে, সাবধানে থাকতে হবে সাধারণ নেতা-কর্মীদের। দল নিবেদিত অনেক সাধারণ নেতা-কর্মী অতি আক্ষেপের সাথে বলেছেন, অতি দুঃখের সাথে বলা ব্যাঞ্ছনিয় যে, দীর্ঘ বছরের পর বছর যাবত যেনতেন আকারে দলীয় কোনো কর্মসূচী তেমন একটা পালন না করে হলে ও মীরসরাই যুবদলকে ‘বলির পাঁঠার’ মতো চালানো হলে ও কিন্তু, এবার পুরোপুরি-ই মীরসরাই যুবদল ও বিএনপি’র মতো অভিভাবকহীন হয়ে পড়লো তাহলে ! দলীয় অগনিত সাধারণ নেতা-কর্মীদের অভিযোগ-যে কোনো ভাঙাচুরা রাস্তায় ‘লক্কর যক্কর’ মার্কা গাড়িতে চলতে গিয়ে মানুষের যে অবস্থা হয় বা হওয়ার-ই কথা ঠিক্ তার থেকে কোনো অংশে কমতি ছিলোনা মীরসরাই উপজেলা যুবদলের রাজনীতিতে ও! অবশ্য, মুল দল (বিএনপি)’ই যেখানে অভিভাবকহীন হয়ে রয়েছে দীর্ঘ বছরের পর বছর ধরে সেখানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের বেলায় আর কি-ই বা বলা যেতে পারে? কয়েক মাস হলো রাজনীতিতে ইনক্টেভিব থাকার কারণে মীরসরাই যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। সেই থেকে আজোবদি নের্তৃত্ব শূন্যতায় মুখথুবড়ে পড়ে রয়েছে মীরসরাই যুবদল! শোনা যাচ্ছে-কিছু দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। আর সে নীরিখে যারা অতিতের ব্যথতার দ্বায়ভারের বোঝায় ভারী তাদের মধ্যে ও নাকী কেউ কেউ আবার নের্তৃত্বে আসার জন্য দৌঢ়ঝাঁপে সময় পার করছেন! দল নিবেদিত সাধারণ নেতা-কর্মীরা মনে করেন, মীরসরাই যুবদলকে যারা ব্যর্থতায় পর্যবশিত: করে রেখে দলীয় নানাবিধ: সুযোগ-সুবিদা আদায়ে মত্ত ছিলো তাদের কে আগামী কমিটিতে বয়কট করা দরকার বলে ও সাধারন নেতা-কর্মীরা মনে করেন। এ ব্যাপারে উত্তর জেলা যুবদলের বর্তমান কমিটি জেলার অত্যন্ত গুরত্বপূর্ন ইউনিট মীরসরাই যুবদলের আগামী নতুন কমিটির জন্য কি ভুমিকা রাখবেন তাহা ও ভাবনায় রেখেছেন দল নিবেদিত সাধারন নেতা-কর্মীরা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |