আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৪
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র রাজনীতিতে নোংরা গুটি চালাচ্ছে আওয়ামী লীগ! এমনটা-ই অভিযোগ সাধারণ নেতা-কর্মীদের। যে সময় দলটির চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া সৈরশাসকের রোষানলে পড়ে বন্দী অবস্থায় জীবন অবসানের পথে। এবং দলটির রাজনীতি ও যখন হিংস্র নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত অবস্থায় সে সময় ও মীরসরাই বিএনপির রাজনীতি নিয়ে গ্রুপিং ও দলাদলি কারো কাম্য না হলে ও দলের পদ-পদবী সহ অন্যান্য সুযোগ-সুবিদা ভাগিয়ে নেয়ার কর্মে মত্ত থাকা নেতা নামধারী কিছু ব্যাক্তি বিশেষের হেনো কর্মকাণ্ড দল নিবেদিত সাধারণ নেতা-কর্মীদের মাঝে সে রকম বিষয়টি ঘুরপাক খাচ্ছে। সূত্র মতে,
এমডি বাবলু নামে বিএনপির একজন দীর্ঘদিন যাবত মীরসরাই বিএনপি’তে গ্রুপিয় নেতা হিসেবে সর্বাধিক পরিচিত বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলো। কিন্তু, হঠাৎ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একটি পোষ্ট দিয়ে জানিয়ে দেয়া হলো- তিনি এখন থেকে আর ওই শাহিদুল ইসলাম চৌধুরীর গ্রুপের রাজনীতিতে নেই! সাঈদ চৌধুরীর গ্রুপের রাজনীতি থেকে তিনি বিদায় নিয়েছেন। অর্থাৎ, তিনি সাঈদ চৌধুরী গ্রুপ থেকে বের হয়ে গেছেন। এমন খবরটা পোষ্টে দেখার পর অনেকে অনেক ভাবে মন্তব্য করে যাচ্ছেন! তার নীরিখে বলা চলে- মীরসরাইতে এমন কিছুজন বিএনপি করে তারা দল ও নেত্রী বুজে না! বা বুজতে চায় ও না!! তারা শুধু বুজে কতিপয় নেতার দালালী/চামচামী করে কি ভাবে পদ-পদবী ও ধান্দাবাজীর কাম চালানো যায়!! যারা দল ও নেত্রীর কথা চিন্তা না করে কতিপয় নেতার পুজারী হয়ে তার পাঁ ছাটা গোলামীয় খেদমতে বিভোর থাকে তারা সত্যিকারার্থে বিএনপির কি? এবং তারা কি সত্যাসত্য বিএনপি করে না কি?? তা ভাবনার বিষয় ও বৈ কি?
দলের নিবেদিত প্রাণ বেশ কয়েকজন সাধারণ নেতা-কর্মী এ প্রতিবেদকের কাছ অশ্রু সজল নয়নে বলেন, দলের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জালিম সরকারের রোষানলে পড়ে জীবন হারানোর পথে। এবং দলের খুব খারাপ অবস্থার সময় ও যারা গ্রুপিং রাজনীতির নামে আওয়ামী লীগের নোংরা গুটি চালানোতে মত্ত তাদের বিরুদ্ধে তারেক রহমান সহ কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেয়ার দরকার।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |