আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এর অধিগ্রহণকৃত জমিতে রাতের আঁধারে অবৈধভাবে দীঘি খননের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন প্রভাবশালীদের বিরুদ্ধে। এসব দীঘি খননের ফলে উপকূলীয় বন উজাড় হয়ে যাচ্ছে। ফলে সংরক্ষিত বন পুরোপুরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরির পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে ওই এলাকার পরিবেশ ও জীববৈচিত্র। সরজমিনে গিয়ে দেখা যায়, শিল্প নগরের জিরো পয়েন্ট থেকে উত্তরে শত শত একর বন নিশ্চিহ্ন করে খনন করা হয়েছে অনেক দীঘি। উপজেলার টেকেরহাট থেকে শুরু করে বঙ্গোপসাগরের তীরের উপকূলীয় অঞ্চলে বিগত কয়েক বছর ধরে একটি প্রভাবশালী মহল দীঘি খনন ও ক্রয় বিক্রয় করে আসছে। ঐসব স্থানের বন প্রায় শেষ। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চললেও কোন এক অজানা কারণে পুনরায় চলে এই বন ধ্বংসের কর্মযঙ্গ। উপকূলীয় এই বনভূমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এর জন্য অধিগ্রহণ করা হলেও সেটি এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে।স্কেভেটর (ভেকু) দিয়ে বনের গাছপালা উপড়ে ফেলে খালি করা হচ্ছে। তারপর সময়-সুযোগ বুঝে নিশ্চিত করা হচ্ছে দখল।
স্থানীয়দের ভাষ্য মতে, এখানে ফসলি জমিসহ কেওড়া বাগান কেটে দীর্ঘসময় ধরে একশ্রেণির প্রভাবশালীরা রাতের আঁধারে এই দীঘি খনন করে আসছে। তারা আরও জানায়, ১৯৭৬ সালের ২৪শে জানুয়ারি ‘চরনিলক্ষী সোনালী সমবায় কৃষি খামার সমিতি লিমিটেড’ সদস্যদের মাঝে সরকার ৫৫৬ একর জায়গা বন্দোবস্তি দেয়। ওই জায়গার কয়েকশত একর বনভূমি চলে গেছে দিঘীর আওতায়।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রার জন্য অর্থনৈতিক অঞ্চল করার উদ্দেশ্যে আমাদের এই জায়গাগুলো অধিগ্রহণ করে।
কিন্তু আমাদের প্রশ্ন হলো এই- আমরা যে জায়গা বেজা কর্তৃপক্ষকে ছেড়ে দিলাম সে জায়গায় এখন কিছু প্রভাবশালী চক্র জবরদখল করে মাছ চাষের আওতায় আনছে। প্রশাসন ও বেজা কর্তৃপক্ষের নীরবতায় আমরা খুবই হতাশ।
গত ২৯ আগষ্ট আনোয়ার হোসেন শিমুল নামে এক ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে ৬নং ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে মিজানুর রহমান রিয়াদের নাম উল্লেখ করা হয়। অভিযোগে রিয়াদের নেতৃত্বে বন কেটে দীঘি খনন এবং দিঘি ক্রয় বিক্রয় এর কথা উল্লেখ করেন।
বন উজাড়ের বিষয়ে উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা গফুর মোল্লা বলেন, যেখানে মৎস্য প্রকল্প করা হচ্ছে, সেটি এখন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল করার জন্য বেজা কর্তৃপক্ষকে দিয়ে দেয়া হয়েছে। বেজার অফিস থেকে আধা কিলোমিটার সামনে দিঘি খনন করা হচ্ছে। এ ব্যাপারে বেজা কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন। আমার জানা মতে ফেনী থেকে মীরসরাই মঘাদিয়া পর্যন্ত প্রায় ২৬ হাজার একর জমি ইতোমধ্যে খতিয়ানভুক্ত হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বেজার অধিগ্রহণকৃত জায়গায় যেখানে বন কেটে দীঘি খনন করা হচ্ছে সেখানে কর্তৃপক্ষের পুলিশ ও আনসার আছে। তারপরও যখনই অভিযোগ পাচ্ছি আমরা উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করেছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে জেল হাজতে প্রেরণ করি এবং মোটাঙ্কের জরিমানা আদায় করি। তারপরও বেজা কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
বাংলাদেশ অর্থনৈতিক শিল্পাঞ্চল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাদের মোহাম্মদ খান বলেন, এর আগেও আমরা বন ধ্বংস করে দিঘী খননের বিষয়ে শুনছি।
আমাদের স্থানীয় উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মূলত বন রক্ষা করা বনবিভাগের কাজ। স্থানীয় থানার কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপারকে এ বিষয়ে অবগত করেছি উনারা সরেজমিনে গিয়ে তদন্ত করবে। এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |