আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
মো. নাসির প্রতিনিধিঃমুন্সীগঞ্জের শ্রীনগরের বহুল আলোচিত সাজ্জাদ হোসেন শান্তর হত্যারহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুই আসামি নয়ন ও ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয় মুন্সীগঞ্জ পিবিআই। বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে খুনিরা।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. আনোয়ারুল হক জানান, এতে করে একটি অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তিরত হলো।ঘটনা সূত্রে জানা যায় গত বছরের ১৪ আগস্ট সকালে জেলার শ্রীনগর উপজেলার নীমতলা গ্রামের আব্দুল হকের পুকুর পাড়ে সাজ্জাদ হোসেন শান্তর মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন তা দেখে পুলিশকে খবর দেয়। এরপর শ্রীনগর থানা পুলিশ শান্তর লাশ উদ্ধার করে। পরে শ্রীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।খুনিরা তখন বিষয়টি ভিন্নখাতে নিতে এলাকায় চাউর করে নৌকাডুবিতে শান্ত মারা গেছে। এরপর শান্তর পরিবারের আবেদনের ফলে আদালত মামলাটি তদন্তের ভার দেয় জেলার পিবিআইকে। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে ওই দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা নিজের মুখে স্বীকার করেন যে, তারা দুজন পূর্বপরিকল্পিতভাবে শান্তকে খুন করে, লাশ গুম করতে আব্দুল হকের পুকুরে ফেলে রাখেন।
আসামি ফারুক মঙ্গলবার দুপুরে এবং আসামি নয়ন বুধবার বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশমতে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পিবিআই পুলিশ সুপার আনোয়ারুল হক।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |