আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৯
১৪ এপ্রিল সকালে ভারতের মুম্বই শহরের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায় দুই ব্যক্তি। এই অ্যাপার্টমেন্টে থাকেন বলিউড স্টার সালমান খান। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় একাধিক দুষ্কৃতীকে। বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সালমান খানের বাড়িতে গুলি চালানোর মামলায় অভিযুক্ত অনুজ থাপন।
জেলের শৌচাগারে বিছানার চাদর ব্যবহার করে ২৩ বছর বয়সী ওই ব্যক্তি আত্মহত্যা করে। তাকে দ্রুত জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের সদর দফতরে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চ অফিসের লকআপে রাখা হয়েছিল। পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয় অনুজ থাপনকে। এর আগে গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারা হলো- ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)।
দুই যুবকই বিহারের চম্পারণের। দু’জনই শুটার হিসাবে কুখ্যাত বলেও খবর রয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ সুরাতের তাপি নদী থেকে দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৭টি কার্তুজ উদ্ধার করে। মুম্বাই পুলিশ, যারা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্ত করছে, খুঁজে বের করার চেষ্টা করছে লরেন্স বিষ্ণোই গ্যাং ভারতের বাইরে কাজ করা দেশবিরোধীদের কাছ থেকে অর্থ বা অস্ত্রের আকারে কোনো ধরনের সাহায্য পাচ্ছে কি-না। লরেন্স বিষ্ণোই, বর্তমানে আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দি। তার ছোট ভাই আনমোল যুক্তরাষ্ট্র বা কানাডায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে, এই মামলার প্রধান সন্দেহভাজন।
এদিকে গত সোমবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারা গ্যাংয়ের সঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেল এর মধ্যে একটি এনকাউন্টার হয়। হরিয়ানার নুহুতে এনকাউন্টার হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গ্যাংস্টার বিশাল ওরফে কালু এবং রবি মোতা পুলিশ দলের উপর গুলি চালায়। পাল্টা গুলিবর্ষণে, উভয় দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। তারা দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে।
সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস
Dhaka, Bangladesh শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:45 PM |