আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫১
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের মুজিবনগরে দু’টি মোটর সাইকেল ও স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানের (নছিমন) ত্রিমুখি সংঘর্ষে ০৩ জন নিহত হয়েছে। ঈদের দিন বুধবার দুপুর দুইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও ০৩ জন আহত হয়েছে। মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার শাকিল হোসেন (১৮), একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম হোসেন (২০) ও গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুস্তাকিম হোসেন (২৫)। আহত উমর ফারুক (২৯), রাকিবুল ইসলাম (২৩) ও শাকিল মিয়াকে (২৮) মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, মেহেরপুর-মুজিবনগর সড়ক দিয়ে দু’টি মোটর সাইকেল ও একটি নছিমনের ত্রিমুখি সংঘর্ষে এই হতাহত হয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |