আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
শরীয়তপুর:- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শরীয়তপুরে মুস্তাকিম বিল্লাহ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল ২৮ মার্চ বিকেলে শরীয়তপুর শহরের চন্দ্রা রেস্ট হাউজের কাছ থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মুস্তাকিম বিল্লাহ মাদারীপুর সদর পৌরসভার ২নং শকুনি নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার পদে কর্মরত ছিলেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে হুমকিমূলক পোস্ট করার অভিযোগে গতকাল রোববার মুস্তাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পালং মডেল থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর মোস্তাকিম বিল্লাহকে মাস্টার ট্রেইনার পদে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |