আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৮
মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লাভলু (৪৮)।
শনিবার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি অভিযান চালিয়ে দেড় লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ তাকে আটক করা হয়।
আজ দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, এসময় তার নিকট থেকে এক হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের ১টি বান্ডিল, ৫০০ টাকা সমমূল্যের ১০০টি জাল নোটের ১টি বান্ডিল, ১টি মোবাইল ফোন ও নগদ- পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |