আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৭
মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একাধিক দল মঙ্গলবার রাতভর রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক স্হানে একাধিক সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এডিশনায় ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। এসময় র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেলসহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
র্যাব জানিয়েছে, আটককৃতরা টপবাজ গ্রুপের রাব্বি, গ্যাং স্টার প্যারাডাইস গ্রুপের- ইউসুফ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপের- সাইফুল, দে-দৌঁড় গ্রুপের- মাইদুল, হ্যাচকা টান গ্রুপের- শাহাদাৎ ও বুস্টার গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে জানা গেছে। বিগত এক বছরে র্যাবের অভিযানে ৩৪৯ জন কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে র্যাব।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা হলো, মোঃ শাহাদাত হোসেন (৪৪), মোঃ রাজিব হাওলাদার (২৭), শাওন দাস (২১), মোঃ আশরাফুল (১৯), মোঃ ইভান (২১), মোঃ তাইজুল ইসলাম (২১), মোঃ আলম হোসেন (১৯), মোঃ সুজাল হোসাইন রিমন (১৯), মোঃ রতন (৩৬), মোঃ জুয়েল (২৮), মোঃ রায়হান খাঁন (২২), অদিত খান লিমন (২৪), মোঃ সাইফুল ইসলাম (২৭), গোলাম রাব্বি (২৫), মাইদুল ইসলাম (২২), মোঃ ইমরান মোল্লা (২৩), মোঃ নাঈম (১৯), মোঃ হাসান (২১), মোঃ শাহজাহান (৪২), মোঃ আল আমিন (৩৬), মোঃ সিরাজুল ইসলাম (২৮), মোঃ মহসিন (৩০), মোঃ রাজা (২৮), খলিলুর রহমান মিলন (২৫), আবু বক্কর সিদ্দিক (২৮), মৃদুল (২২), মোঃ ইউসুফ (২৮), মোঃ রাশেদুল হাসান সাঞ্জু (২৩), মোঃ ইব্রাহীম (২৮), মোঃ হাবিব আহম্মেদ হিরা (১৯), মোঃ সজিব (১৯), মোঃ আবির হোসেন (১৭), মোঃ শাকিব সিকদার (২৫), মোঃ হৃদয় (২২), মোঃ শান্ত (২১), সাব্বির হোসেন সিয়াম (১৮), মোঃ শাহিন (১৮), মোঃ ইমরান হোসেন রিফাত (১৮), সজীব (২১), মোঃ ফেরদৌস (২১), রাসেল (৪০), মোঃ আরজু (৪২), মোঃ শাকিল (১৯), মোঃ সাগর (৩৫), মোঃ আলামিন (৩৪), মোঃ বিল্লাল হোসেন (২৬), মোঃ রুমান মিয়া (২৪), মোঃ রাসেল সর্দার (২৫), মোঃ বিপ্লব হোসেন (২৬) ও মোঃ আসিফ (১৯)।
তিনি আরও জানান, এসময় তাদের নিকট থেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র (১১টি লাঠি, ১৭টি চাকু, ৫টি ছোড়া, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইলেক্ট্রিক শক দেওয়ার মেশিন) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানীর যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যা চেষ্টা এবং পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড অবাধে চালিয়ে আসছিল।
র্যাব বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |