আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৮
এম, এ কাশেম, চট্টগ্রাম: নিজ জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে রাজনৈতিক নের্তৃত্বে উঠে এসে চট্টগ্রাম মহানগরীতে ও নের্তৃত্ব দিয়ে সর্বশেষ দলের কেন্দ্রীয় হাই কমান্ডে ও অত্যন্ত সু’নামের সাথে রাজনৈতিক নের্তৃত্ব দিয়ে দলকে এবং দলের রাজনীতি কে আগলে রাখার বিরত্বপূর্ন ভূমিকা রাখার অগ্র পুরুষ ওই আবদুল্লাহ আল নোমান ইতোপূর্বে মন্ত্রীত্বে থাকাকালীন স্বচ্ছতা ও জবাবদিহিতার নজিরবিহীন এক লৌহ মানব ও বটে। উচ্চ পর্যায়ে দলীয় পদ-পদবি ও মন্ত্রীত্ব পাওয়া সহ অন্যান্য সুযোগ-সুবিদা পাওয়ার লোভ-লালসাহীন দলের বীরযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সম্পর্কে বলতে গেলে সময়ের লম্বা ফিরিস্তি হয়ে যাবে বলে সে দিকে না গিয়ে মুল প্রাসঙ্গিক বিষয়ের দিকে যাওয়া যাক্।
একজন সাংবাদিক হয়ে ও নিজ চোখে দৃশ্যটি দেখে চোখের কৌনে পানি এসে গিয়েছিলো। সে দিন/গত কয়েক দিন পূর্বে বর্তমান সরকার বিরোধী আন্দোলনের অংশে চট্টগ্রাম মহানগরীর দলীয় কার্যালয় ‘নাসিমন ভবন’র সামনের রাস্তা নুর আহমেদ সড়কে বিএনপি’র এক সমাবেশে আকস্মিক ভাবে হাজির হয়ে গেলেন বিএনপি’র ওই নিবেদিত প্রাণ আবদুল্লাহ আল নোমান! অথচ, তিনি সে সময় শারীরিক ভাবে এতো-ই অসুস্থ্য ছিলেন যে, হাটতে ও পারছিলেন না! কিন্তু, তাতে কি ? দলের মায়া তার শারীরিক অসুস্থ্য ও ঠেকাতে পারেনি!
গাড়ি থেকে অন্য দু’জন ধরাধরি করে নামিয়ে কোনো রকম মঞ্চের কাছে নিয়ে আসলেন তাকে। বিপত্তি বাধলো- উঁচু মঞ্চে উনাকে তোলা হবে কি ভাবে? নাছোড়বান্দা হিসেবে মঞ্চে তুললে যেহেতু নয় সেহেতু চার/পাঁচজন ধরাধরি করে খুব কষ্টে মঞ্চে উঠিয়ে দিলেন!
উপস্থিত থেকে একজন সাংবাদিক হিসেবে সাংবাদিতার যৎ সামান্য ভাষা-জ্ঞান-বুদ্ধির সংমিশ্রণে পত্রিকায় তাৎক্ষণিক একটা নিউজ করেছিলাম। জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পত্রিকায় আসা ওই নিউজ এর হেড লাইনটি ছিলো- ‘ আহ্ হা রে আবদুল্লাহ আল নোমান অসুস্থ্যতা ও বুজি ঠেকিয়ে রাখতে পারলো না দলীয় মায়া-টান’!
জানতে খুব বেশী ইচ্ছে করছে- নোমান সাহেব সুস্থ্য আছেন তো?
দলীয় সম্পর্ক ছাড়া ও দলীয় পত্রিকা দৈনিক দিনকাল’র একজন সাংবাদিক হিসেবে উনার সাথে অতিতের স্মৃতিময় দিনগুলো উনাকে খুব বেশী মনে করিয়ে দেয়।
এমন ও সময় গেছে, আবদুল্লাহ আল নোমান সাহেব এর সাথে খুব বেশি গা ঘেঁষা কাছে থাকার সুবাদে উনার সম্পর্কে খুব বেশি কিছু জানার অধিকারী ছিলাম বলে অন্তরে স্মৃতিময় অনেক কিছু গাঁথা রয়েছে। আবদুল্লাহ আল নোমান’র সর্বদা সুস্থ্যতা কামনান্তে আল্লাহর দরবারে আরজ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |