আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০২
আকায়েদের এই পরিবর্তিত বক্তব্য গত ৩১ ডিসেম্বর প্রত্যাখ্যান করেছেন বিচারক রিচার্ড সুলিভান। বিচারক বলেছেন, আইএসের একটি ভিডিও দেখে আকায়েদ অনুপ্রাণিত হয়েছিলেন। আর তাদের নির্দেশ পালন করেছেন নিজে বোমাবাজি করে। তা ছাড়া আকায়েদের ফেসবুক পোস্টসহ অন্যান্য গতিবিধি তার দাবিকে সমর্থন করে না। ফলে তাকে দেওয়া জুরি বোর্ডের দণ্ড ঠিকই আছে। গত সোমবার প্রকাশিত নথিতে দেখা যায়, জুরি বোর্ড রায় ঘোষণার পরই আকায়েদ চিৎকার করে আইএসের অনুসারী নন বলে দাবি করেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তান আকায়েদ। পারিবারিক অভিবাসনে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। পরিবারের সঙ্গে ব্রুকলিনে থাকতেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকায়েদ স্বীকার করেছিলেন, তিনি আইএসের জন্য বোমা হামলা করেন।
আকায়েদের হামলার ঘটনার পর সে সময়কার প্রেসিডেন্ট ট্রাম্প পারিবারিক অভিবাসন বন্ধ করার জন্য তার উদাহরণ তুলে ধরেছিলেন। ওই হামলাকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ফলাফল হিসেবে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।
অভিবাসন নীতিতে আত্মীয়স্বজনের বদৌলতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রয়েছে। ওই হামলাকে কেন্দ্র করে ট্রাম্প কংগ্রেসকে সেই সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |