আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৪
বিডি দিনকাল ডেস্ক:- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কর্তৃক ২০২২ সালের ‘আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার’ (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ বছরের পুরস্কারপ্রাপ্ত বিশ্বের মোট ১২ জন নারীদের মধ্যে রিজওয়ানা হাসানের নাম সবার প্রথমে রয়েছে।
৮ মার্চ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ১৪ মার্চ একটি ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের মন্তব্য থাকবে।
রিজওয়ানা হাসান হলেন একজন আইনজীবী। তিনি পরিবেশ রক্ষা এবং প্রান্তিক বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার রক্ষার লক্ষ্যে তার কর্মকান্ডে ব্যতিক্রমী সাহস ও নেতৃত্ব দেখিয়েছেন। গত ২০ বছরে যুগান্তকারী সব আইনি মামলার মাধ্যমে তিনি পরিবেশগত ন্যায়বিচারে জন-কেন্দ্রিক আলোকপাতের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা পরিবর্তন করেছেন।
জনস্বার্থ বিষয়ক আইনি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে তিনি বন উজাড়, পরিবেশ দূষণ, অনিয়ন্ত্রিতভাবে জাহাজ ভাঙ্গা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সব মামলা করেছেন এবং জিতেছেন। ২০০৯ সালে টাইম ম্যাগাজিন কর্তৃক বিশ্বের ৪০ জন ‘এনভায়রনমেন্টাল হিরোস’ এর তালিকায় তার নাম ছিল।
নিজের কাজের জন্য ২০১২ সালে তিনি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছিলেন বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
এর পরের বছরগুলোতে, তিনি শক্তিশালী স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ এবং নিজের ও পরিবারের উপর সহিংসতার হুমকি সত্ত্বেও পরিবেশগত অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য আদালতে তার গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে গেছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বা ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রতিবছর প্রদত্ত একটি পুরস্কার যা বিশ্বজুড়ে সেই সব নারীদের প্রদান করা হয়ে থাকে যারা বিশ্বব্যাপী নেতৃত্ব, সাহসিকতা, দক্ষতা এবং অন্যদের জন্য আত্মত্যাগের ইচ্ছা দেখিয়েছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |