আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০০
“কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্রঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় করেছে ওয়ারেন সিটি পুলিশ বিভাগ ও ওয়ারেন ক্রাইম কমিশন। রোববার ওয়ারেনসিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বাম) এর ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা উন্নয়নসহ কমিউনিটির সাথে পুলিশের সু-সর্ম্পক স্থাপনের উদ্দেশ্যই এই মতবিনিময় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, ওয়ারেন সিটি মেয়র জিম ফাউটস, ক্রাইম কমিশনার চেয়ারম্যান রেক্স মার্শাল, ডেপুটি পুলিশ কমিশনার রবার্ট আহরেন, ক্রাইম কমিশনার অ্যান্জেলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, চিটাগাং ইউনিভার্সিটি এ্যালমোনায় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, ইমাম ফখরুল ইসলাম, মিশিগান বিএডিসির সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, শান্ত রহমান, ব্যবসায়ী হাজী নিজাম আহমদ, রাজু আহমেদ, রিয়েল এস্টেট এজেন্ট হিমেল সহ অনেকে। ষ্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন তার বক্তব্যে বলেন, প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠার নীতিতে-ই তিনি বিশ্বাস করেন।
বক্তব্যে শেষে প্রশ্নত্তর পর্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিউনিটিতে বসবাসরত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের অফিসারগণ। প্রশ্নউত্তর পর্বে কমিউনিটির সুবিধা-অসুবিধা নানা বিষয়ে অবহিত হোন। এই জাতীয় অনুষ্টানের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান আগতো অতিথিরা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |