আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৯
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃঅর্থের লোভ কে-ই বা সম্ভরন করতে পারে। তাও যদি হয় সড়কে উড়ে-বেড়াচ্ছে টাকা। এ প্রান্ত থেকে অন্ন প্রান্ত- যতদূর চোখ যায়, রাস্তায় শুধু পড়ে আছে অসংখ্য নোট! এমন দৃশ্য দেখে লোভ সামলানোতো এমনিতেই দায়। আর তাই সেই টাকা কুড়িয়ে নিচ্ছেন অনেকেই।
না, কোনো সিনেমার দৃশ্য নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টির একটি সড়কে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে এরই মধ্যে ভাইরালও হয়েছে সেই ঘটনায় ভিডিয়ো।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, একটি ট্রাকে করে সান দিয়াগো থেকে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনে (এফডিআইসি) এই অর্থগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। যাত্রা পথে কোনোভাবে ট্রাকের একটি দরজা খুলে যায়। আর এতেই ছড়িয়ে পড়ে হাজার হাজার ডলার। মূলত ১ ডলার এবং ২০ ডলারের নোটই রাস্তায় ছড়িয়ে পড়ে যায় বলে জানা যায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসার মার্টিন জানিয়েছেন, ট্রাকের একটি দরজা খোলা থাকায় ডলারে ভর্তি একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ ফেটেই রাস্তায় ছড়িয়ে পড়ে ডলার।
কিন্তু যারা ডলার কুড়িয়ে বাড়িতে নিয়ে গেছেন তারা হয়তো সেটি রাখতেই পারবেন না। কারণ পুলিশ কর্মকর্তা মার্টিনের হুঁশিয়ারি, যারা ডলার কুড়িয়েছেন, তাদের তা ফেরত দিয়ে দিতে হবে। না হলে চুরির দায়ে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে সকলকে।
মিডিয়াগুলো বলছে, মহাসড়কে হাজার হাজার ডলার পড়ে থাকার এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে। সেখানেই একটি মহাসড়ক কার্যত ঢেকে যায় ডলারে! অর্থ সংগ্রহের এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এক মুহূর্ত দেরি না করে আশপাশের সাধারণ মানুষ নেমে পড়েন সড়কে।
যে যেভাবে পারছেন নোট তুলে ভরে ফেলছেন পকেটে। আবার কেউ কেউ আনন্দে ডলার উড়িয়ে দিচ্ছেন। মজার বিষয় হলো, এতে কেউ তাদের বাধাও দিচ্ছে না। ভিডিয়োটি দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যদিও প্রশ্ন হলো, কেন এভাবে সড়কজুড়ে ডলার ছড়িয়ে রয়েছে? কীভাবে রাস্তার মাঝে উড়ছে এসব অর্থ।এমনকি প্রমাণ হিসেবে ভাইরাল হওয়া ভিডিয়োটিকে ব্যবহার করা হবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতারও করেছে রাজ্য পুলিশ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |