আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
কামরুজ্জামান হেলাল, বিশেষ প্রতিনিধি যুক্তরাষ্ট্র:-সম্প্রতি বিশ্ববিখ্যাত কেমিক্যাল কোম্পানি বি এ এস এফ এর বিজ্ঞানী ড: মাহমুদ বিজ্ঞান, প্রযুক্তি, এবং প্রকৌশলে অবদানের জন্য এশিয়ান সায়েন্টিস্টস ও ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক সম্মানিত হয়েছেন।
ড: মাহমুদ ২০১১ সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে Organic Chemistry তে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল বায়োলজিতে পোষ্ট ডক ফেলো হিসাবে প্রায় ৩ বছর গবেষণা করেন।
২০১৭ সালে বি এ এস এফে যোগদান করেন সিনিয়র সাইনটিস্ট হিসাবে। একজন তরুণ গবেষক হিসাবে ইতিমধ্যে তিনি ১০ টি প্যাটেন্ট সহ প্রায় ৩০ টি বৈজ্ঞানিক প্রবন্ধ বিশ্বের টপ রেটেড আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত করেন।
তিনি বি এ এস এফ সহযোগী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি টিমকে নেতৃত্ব দেন।
কোভিড ১৯ মহামারী চলাকালীন সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা ভাইরাস টাস্কফোর্স গঠন করে এবং বি এ এস এফ কেমিক্যাল ল্যাবরেটরিতে সাহায্যর আবেদন করেন। ফলশ্রুতিতে বিএএসএফের অ্যাম্পিফিলিক সিস্টেমস রিসার্চ Executive Vice President বেনেডিক্ট রাথারের পরামর্শে মাত্র ৪ দিনেই ড: মাহমুদ এবং তার টিম HandClasp®️ তৈরি করেছেন যেটি একটি উচ্চ মানের এফডিএ-অনুমোদিত হ্যান্ড স্যানিটাইজার। স্যানিটাইজারটি স্থানীয় হাসপাতাল এবং পার্শ্ববর্তী দেশ কানাডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের হাসপাতালে ব্যাবহারের জন্য অনুমতি পাই। এই অবদানের জন্য বিভিন্ন রাজ্যের গভর্নরগন সাধুবাদ জানিয়েছেন।
ডঃ হুসেইনের এই প্রাপ্তিতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বসবাসকারী বাংলাদেশীদের জন্য বিরল এক সন্মান বয়ে এনেছেন বলে প্রবাসীরা মনে করছেন এবং তার সাফল্য কামনা করছেন। ড: মাহমুদ হুসাইন ড: মুহাম্মদ মুশাররফ হুসাইন এবং অধ্যাপিকা মাহমুদা মুশাররফের একমাত্র পুত্র।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |