আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৫
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃট্রাম্প প্রশাসন সিটিজেনশিপ পরীক্ষায় কিছুটা কঠিন নিয়ম প্রবর্তন করেছিল। সেই সঙ্গে ১০০ প্রশ্নের জায়গায় ১২৮টি প্রশ্ন প্রবর্তন করা হয়। এ কারণে অনেকেই ভয় পেয়েছিলেন। আবেদনকারীদের মধ্যে বেড়ে গিয়েছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। অনেকে মনে করেছিলেন, এই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। কারণ পরীক্ষা দিলেও পাস করতে পারবেন না স্বল্প ইংরেজি জানা মানুষেরা। নতুন নিয়মে পরীক্ষা চালু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু এখন সেটি পুরোপুরি কার্যকর করা হচ্ছে না। ২২ ফেব্রুয়ারি হোমল্যান্ড সিটিকউরিটি ডিপার্টমেন্ট নতুন একটি নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যারা সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন, তারা ২০০৮ সালের নিয়ম ও প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন।
এখন আবেদনকারীকে ১০০টি প্রশ্নের মধ্য থেকে সিভিক টেস্টের পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ইংলিশ স্পিকিং, রাইটিং টেস্টের ব্যবস্থাও থাকবে। আগে আবেদনকারীর আবেদন থেকেও প্রশ্ন করা হতো, সেই নিয়মও থাকবে। ফলে যারা আগামী দিনে পরীক্ষা দেবেন, তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সিটিজেনশিপ পরীক্ষার প্রশ্নমালা নতুন করে হালানাগাদ করবে। এটি যত দিন পর্যন্ত হালনাগাদ করা সম্ভব হবে না, তত দিন পর্যন্ত আবেদনকারীরা ২০০৮ সাল থেকে যে প্রশ্নমালার আলোকে পরীক্ষা হচ্ছে, সেটি অনুসরণ করেই দিতে হবে। জানা গেছে, ১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত যারা আবেদন করবেন, তারা ২০০৮ সালের এবং ২০২০ সালের ট্রাম্প প্রশাসনের তৈরি করা প্রশ্নের আলোকেও পরীক্ষা দিতে পারবেন।
হোমল্যান্ড সিকিউরিটি আরো বলেছে, ২০২০ সালে চালু করা প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এটি করা হয়েছে অভিবাসন ব্যবস্থার মর্যাদা ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার জন্য। এ ছাড়া বৈধ অভিবাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। ইউএসসিআইএস করোনার সময়ে সেবা প্রদান অনেকটাই কমিয়ে দিয়েছিল। ইনপারসন সেবা দেওয়াও বন্ধ রাখে। পরে আস্তে আস্তে তারা সেবা দিতে শুরু করে এবং লকডাউনের সময়ে বাতিল করা শিডিউল পুনরায় করে। কয়েক মাস আগে থেকে সিটিজেনশিপ পরীক্ষা চালু হয়েছে এবং গ্রিন কার্ডের ইন্টারভিউ চলছে। এ ছাড়া জো বাইডেন অভিবাসন ব্যবস্থায় নতুন কিছু উদ্যোগ নেওয়ায় এত দিন দেশের বাইরে থেকে মানুষ আসার জন্য যেসব ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয়েছিল গত প্রশাসনের আমলে, সেগুলো শুরু হচ্ছে। এ বিষয়ে এক অ্যাটর্নি বলেছেন, সম্প্রতি যে ইন্টারভিউ শুরু হয়েছে, তাতে করে আগে যেমন সিটিজেনশিপ ইন্টারভিউ দেওয়ার পর যারা পাস করত, তাদেরকে পরে ওথ লেটার দেওয়া হতো এবং পরে ওথের জন্য ডাকা হতো। এখন দিনে দিনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ইন্টারভিউতে পাস করার পর ওথ লেটার দেওয়া হচ্ছে। এরপর ওইদিন ওথ নেওয়া হয়। এতে করে সময় বেঁচে যাচ্ছে। যারা সিটিজেনশিপ পেয়েছেন, তাদেরও সুবিধা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সবকিছু আরো দ্রুত হতে থাকবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |