আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২১
যুগপৎ আন্দোলনের আগামীদিনের কর্মসূচি সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে এনডিএম এবং গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই তিনটি বৈঠকেই বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি, অনেকের প্রশ্ন থাকে যে কর্মসূচি আবার কবে হবে। আন্দোলন কবে শুরু হবে। একটা জিনিস পরিষ্কার করার দরকার যে, আন্দোলন চলমান আছে। ওই ২০ থেকে ৩০ লক্ষ লোকের জনসভা আপনি (সরকার) গুলি করে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে পণ্ড করে দিয়ে যদি করেন যে, আন্দোলন শেষ হয়ে গেছে- আন্দোলন শেষ হয়নি। আজকে আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। জনগণ আরও দৃঢ়চিত্রে এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে।তারা একদিনও অপেক্ষা করতে রাজি নয়। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে যায়নি। তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।
তিনি বলেন, মিটিং পণ্ড করে, ডামি নির্বাচনে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তারচেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। চলমান আন্দোলনে আরও গতি সৃষ্টি করতে আজকে আমরা যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে বসেছিলাম। আগামীদিনের কর্মসূচি প্রণয়নে কি হবে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা সবাই মিলে কি করতে পারি- এই আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি, এটাও আজকে আমরা আলোচনা করেছি।
খসরু বলেন, আমাদের ঐক্যমত তো আগেই হয়েছে। আমাদের সকলের রাস্তা ও গন্তব্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে না, দুটি এক সঙ্গে চলছে।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠকে গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, ফজলুল হক সরকার, মুহাম্মাদ উল্লাহ মধু এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি, কো-চেয়ারম্যান এ আর জাফর উল্লাহ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু তালেব সরদার, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষে বৈঠকে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী উপস্থিত ছিলেন।
এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বৈঠকে দলটির মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, উচ্চ পরিষদ সদস্য হুমায়ন পারভেজ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |