আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৯
বিডি দিনকাল ডেস্ক :- রংপুর র্যাব-১৩’র গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে পৃথক পৃথক ঘটনায় ২০৬৭ বোতল ফেন্সিডিল এবং ১১.৫ কেজি গাঁজাসহ আটক-০৩, এছাড়াও ঠাকুরগাঁও এ ০৬ জন রেল টিকিট কালোবাজারি’কে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর উত্তম হাজির হাটে অবস্থিত র্যাব-১৩ ব্যাটালিয়ান সদর অফিসে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে রংপুর র্যাব-১৩।এই অভিযানে ১৮৮০ বোতল ফেন্সিডিলসহ দুই জন কারবারিকে আটক করে । তাদের ইতিহাসে এটি এক বড়ো আটকের ঘটনা বলে জানা গিয়েছে ।
অধিনায়ক আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেন্সিডিল ও ইয়াবা সহজলভ্য ও বহনযোগ্য বলে এর বিস্তার হয় সহজেই। রংপুর বিভাগের জেলা সমূহে মাদকের বিস্তার অন্যান্য বিভাগের তুলনায় অপেক্ষাকৃত কম হওয়া সত্বেও গত কিছুদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কিছু দুষ্টু চক্র এর ব্যাপকতা বাড়ানোর চেষ্টা করে আসছে। তাই নির্বাচন পরবর্তী সময়ে র্যাব-১৩ মাদক বিরোধী অভিযানে সর্বশক্তি প্রয়োগ করেছে।
র্যাব ১৩’ কমান্ডার বলেন, এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় র্যাব-১৩’র ব্যাটালিয়ান সদর, রংপুর, সিপিসি-১, দিনাজপুর এবং সিপিসি-২, নীলফামারী চারটি উল্লেখযোগ্য সফল অপারেশন করেছে। ০৮ ফেব্রুয়ারি গভীর রাতে ব্যাটালিয়ন সদর, কর্তৃক লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন আদিতমারি বাজারস্থ সরকারি আদিতমারি গিরিজা শংকর মডেল স্কুল এ্যান্ড কলেজের সামনে বুড়িমারি টু রংপুরগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালীন সন্দেহের ভিত্তিতে একটি ট্রাক চেক করে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাটের আদিতমারি থানার দুরাকুটি গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ নবিয়ার হোসেন (৩০) কে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করে।
আরাফাত ইসলাম বলেন, একইদিন সকাল ৬টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড় রুপাই গ্রামস্থ মৃত নাজির হোসেনের ছেলে মোঃ রবিউল এর বসত বাড়ি থেকে ১১.৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। একই সময়ে সিপিসি-২, নীলফামারীর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামস্থ পুষ্প চঁন্দ্র বর্মন (৩৮) এর বসত বাড়ির শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৮৮০ বোতল ফেন্সিডিলসহ অপর আসামী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের সেকেন্দার আলী’র ছেলে গোলাপ মোস্তফাকে গ্রেফতার করে।
র্যাব অধিনায়ক আরো বলেন, অন্যদিকে সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল এবং ঠাকুরগাঁও এর জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ঠাকুরগাঁও সদর পৌরসভাস্থ ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সামনে রিয়াদ এর কম্পিউটারের দোকানের ভিতর হতে ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের সদস্য ছিটচিলারং গ্রামের গনি আহমেদের ছেলে মোঃ ফিরোজ (২৮), ইদ্রিশ আলী’র ছেলে মোঃ সুমন (২৮),রুস্তম আলীর ছেলে রিয়াদ হাসেন (২৮), আইনুলের ছেলে মোঃ লাবু (২৮), ইসলামনগর গ্রামের জিয়ার ছেলে মোঃ সোহরাব (২৬), আইনুলের ছেলে মোঃ লাজু (২৫), সর্ব ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের বাসিন্দা এদের গ্রেফতার করা হয় এবং জালিয়াতি কাজে ব্যবহৃত ০১টি কম্পিউটার, ০৫টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অবৈধ ভাবে ট্রেনের টিকিট বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীগন সংঘবদ্ধ অপরাধী চক্র, তারা দীর্ঘদিন যাবৎ ট্রেনের টিকিট জালিয়াতি করে আসছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের ভ্রাম্যমান আদালত ১৫দিন, ৬দিন ও ৭ দিনের বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ঠাকুরগাঁও কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |