আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৮
রংপুর: রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে গুলির শব্দ শোনা গেছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কক্ষে মেয়রসহ অন্তত ২০ জন উপস্থিত ছিলেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তার কক্ষে বিভিন্ন সংগঠন থেকে দেখা করতে আসা লোকজন বসে ছিলেন। এসময় রংপুর জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে আসেন। কথা বলার একপর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল বের করতে গেলে তার ব্যক্তিগত পিস্তল নিচে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেয়র আরও বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন মোজাম্মেল হক।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |