আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামে ‘লাল ভালোবাসা’ প্রদান সহ নানাবিধ: সামাজিক কর্ম সাধন’র নিমিত্তে গঠিত মীরসরাইয়ের ‘রক্তের বন্ধন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সেচ্ছাসেবী সম্মিলন অনুষ্ঠান করা হয়েছে গতকাল।
‘সৃষ্টি মানব ও মানবতার কল্যাণ’ এই শ্লোগানকে ধারণ করে সামাজিক ও স্বেছাসবী সংগঠন ‘রক্তের বন্ধনে মীরসরাই’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের একঝাঁক উদ্যমী তরুণ রক্তযোদ্ধা ‘লাল ভালোবাসা’ দিতে আট বছর আগে রক্তের বন্ধনে মীরসরাই গঠন করেন। সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১০ এপিল। হাটি হাটি পা পা করে সংগঠনটি নানান চড়াই-উৎরাই পেরিয়ে এখন সফলতার স্বপ্নচুড়ায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিগত ৮ বছরে প্রায় ৮ হাজারের ও বেশি ব্যাগ স্বেচ্ছাসেবী বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেছেন ‘রক্তের বন্ধনে মিরসরাই’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা ।
শুক্রবার (১৯ মে) সকালে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাই সদরস্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ ছাড়াও রক্তের বন্ধনে মীরসরাই সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালীটি মীরসরাই পৌর সদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব। পরববর্তীতে সংগঠনের পরিচিতি সভা ও থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনের সদস্যরা তাদের বক্তব্যে নিজদের কার্যক্রম, ভবিষ্যত কর্মপরিকল্পনা, রক্ত দান বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
দুপুরে বিরতি শেষে শুরু হয় আলোচনা সভা এবং উন্মোচন হয় সংগঠনের বার্ষিক কলেবরে “অরূণোদয়”। এছাড়া দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল গুণীজন সংবর্ধনা, সেরা সংগঠন সম্মাননা, সাবলম্বী প্রজেক্টের আওতায় সেলাই মেশিন বিতরণ।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। সংগঠনটির সভাপতি রেজাউল রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।
এ সময় বক্তারা বলেন, রক্তের অভাবে অনেকেই অকালে মারা যায়, সবাই যদি সেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসে তবে আমাদের দেশে রক্তের অভাবে রোগীর মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হবে। তাছাড়া এখন সারাদেশেই রক্তদানের সংগঠনের প্রভাবে রক্তের অভাবে রোগীর মৃত্যৃর হার অনেকাংশে কমে গেছে। রক্তের বন্ধনে মীরসরাইয়ের সদস্যরা এক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছেন। হাসপাতালে রোগীদের বিপদে পরম বন্ধু হিসেবে হাজির হয় রক্ত যোদ্ধারা।
এসময় উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মীরসরাইয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ মাহমুদ কাউসার, রক্তের বন্ধনে মীরসরাই সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ ভুইয়া ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুল ইসলাম শুভ, কার্যকরী সদস্য মোঃ ইমরাজ উদ্দিন খান, মোঃ ইশান ও মোঃ টিটু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন সেরা সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। সম্মাননা পাওয়া অপরাপর সংঘঠন গুলোর মধ্যে রয়েছে ‘করোনা’ কালিন প্রতিষ্ঠিত ‘শেষ বিদায়’র বন্ধু’। আর ওই সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |