আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৯
রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা ওরফে যুদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুপাড়া এলাকায় সহকর্মী সুজন চাকমা তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়।
এ সময় ঘাতক সুজন চাকমা যুদ্ধকে হত্যা করে তার সঙ্গে থাকা সাব মেশিন গান (এসএমজি) ও একে- ৪৭ রাইফেল, থ্রি-টু পিস্তল এবং ২৫৭ রাউন্ড গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলার জেএসএস এমএন লারমা দলের সভাপতি জ্ঞানজীব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুজন চাকমা দলের ভেতর জেএসএস সন্তু লারমা দলের গুপ্তচর ছিলেন। সন্তু লারমা দলের ইন্ধনে সে আমাদের দলের লোককে হত্যা করে অস্ত্র গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে।
বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান বলেন, খবর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |