আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২১
মনির হোসেন জীবন- রাজধানীর আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক নারী শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে সর্বত্র লুটে নিলো ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। সে ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানার আফতাব নগরের বি – ব্লকে এঘটনা ঘটে। এ ঘটনার পর ওই ছাত্রীকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আজ দুপুর পৌনে ১২ টায় ডিএমপি বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই নাজিমুল হল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইতির সহপাঠী তানভীর কায়েস জানান, রোববার রাত ১০ টার দিকে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এসময় ৩ থেকে ৪ জনের এক দল ছিনতাইকারী সোয়া ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানার আফতাব নগরের বি – ব্লকে পৌছালে তার পথরোধ করে দাঁড়ায় ওই ছিনতাইকারিরা। এসময় ইতির মোবাইল, টাকা ও ব্যাগ দিয়ে দিতে বলে দুর্বৃত্তরা। । ইতি এসব কিছু দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইতিকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারীরা। পরে সবকিছু কেড়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ডিএমপি বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই নাজিমুল হল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি। আহত অবস্থায় শিক্ষার্থী ইতিকে উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাড্ডা থানা পুলিশ বলছে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচেছ। এখন পর্যন্ত কাউকে আটক কিংবা ছিনতাইকৃত কোন মালামাল পুলিশ উদ্বার করতে পারেনি। তবে, জড়িত ছিনতাইকারীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এবিষয়ে জানতে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সে কল রিসিভ করেনি। সে কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হলো না।
######
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |