আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৮
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বন্ধু নিহত এবং অপর বন্ধু আহত হয়েছেন। নিহতের নাম মিরাজুল ইসলাম শাওন (২২)। আহতের নাম রাব্বি (২১)।
নিহত শাওন শরীয়তপুর জেলার পালং থানার সিরাজুল ইসলামের পুত্র। এছাড়া শাওন ঢাকা কলেজের শিক্ষার্থী ছিল এবং বর্তমানে সে ব্যবসা করতো বলে জানা গেছে।
আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের চাচা রাজা মিয়া জানান, আমার ভাতিজা ও কলেজ শিক্ষার্থী মিরাজুল ইসলাম শাওন ও তার এক বন্ধু রাব্বি এজটি মোটরসাইকেলে করে শনিবার রাত ১১ টার দিকে সবুজবাগের বাসায় ফিরছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’ জনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শাওন ও তার বন্ধু রাব্বি আহত হন। পরে গুরুতর আহত শাওনসহ দু’ জনকে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রাব্বিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। দুর্ঘটনা পর ঘাতক গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
নিহত শাওনের বাবা সিরাজুল ইসলাম মিয়া জানান, শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে শাওন বাইরে বের হয়। পরে খবর পেলাম সে খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর নেই।
তিনি আরও জানান, তারা সবুজবাগ থানার মায়াকানন
মঞ্জু কমিশনার গলি এলাকায় একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতেন। দুই ভাইয়ের মধ্যে শাওন ছিল ছোট।
নিহত শাওনের প্রতিবেশী নুরজাহান জানান, শাওন পড়াশোনার পাশাপাশি ব্যবসায়ী করতেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে শাওন ও রাব্বি তারা দু’ বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন।
ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |