আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫০
এস, এম, মনির হোসেন জীবন – হয়েছে। নিহতরা হলেন, হাবিবুর রহমান খোকন (৩০) ও অজ্ঞাত (২৫) নামে এক যুবক এবং রাস্তা পারাপারের সময় মনজিল পরিবহনের চাপায় অজ্ঞাত আরও এক যুবকের মৃত্যু হয়েছে গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে রাস্তায়।
নিহত খোকন বরিশাল জেলার উজিরপুর থানার আকবর আলীর পুত্র। শুক্রবার রাতে গুলিস্তান ও আগারগাঁও নির্বাচন অফিসের সামনে পৃথক এসব সড়ক এদুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানান, শুক্রবার সাড়ে রাত ৯ টার দিকে শেরে বাংলা নগর থানা আগারগাঁও নির্বাচন অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হাবিবুর রহমান খোকন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর হয়।পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আকবর আলী জানান, আমার ছেলে পাসপোর্ট অফিসে কাজ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে এদুর্ঘটনার শিকার হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এদিকে, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তাপারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ছিটকে পরে গুরুতর আহত হলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১ টায় মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, গুলিস্তান হলমার্কের সামনের রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক প্রথমে গুরুতর আহত হন। পরে তাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসলে ওই যুবক মারা যান। নিহতের পরিচয় সম্পর্কে এখনো জানতে পারেনি পুলিশ। ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই জনের মরদের ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। পরবর্তীতে তার এব্যাপারে আইনগত ব্যবস্হা গ্রহন করবেন।
ওদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারের সময় মনজিল পরিবহনের চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স অনুমান (৩০) বছর।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |