মনির হোসেন জীবন- রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে কদমতলী থানার গেইটব্রীজ ও চকবাজার থানা এলাকায় পৃথক তিন’টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মোঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া পালইকান্দা এলাকার মৃত আব্দুল কাদির মাস্টারের পুত্র আনোয়ার কাদের কাজল (৪৬), সাদিকুর রহমান ওরফে লিটন মিয়া (৩৮) ও মোঃ আবুল কালাম আজাদ (৪২)।
আজ সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার গেইটব্রীজ এলাকায় একটি অভিযান চালিয়ে যৌতুক মামলায় ৩ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ আনোয়ার কাদের কাজলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, একই দিন রাতে র্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের কারাদন্ড ও ১৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাদিকুর রহমান ওরফে লিটন মিয়াকে আটক করতে সক্ষম হয়। র্যাব-১০ এর সহকারী পরিচালক জানান, এছাড়া বৃহস্পতিবার র্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর চকবাজার থানাব এলাকায় অভিযান চালিয়ে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ওই সব ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।