আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৩
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, খিলগাঁও ও শাহজাদপুর থানা এলাকা থেকে সংঘবদ্ধ মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের নিকট থেকে অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার এলিট ফোর্স র্যাব-৩ এর অতিরিক্তি পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস এসব তথ্য জানান।
তিনি জানান, র্যাব-৩ এর একাধিক টীম মঙ্গলবার রাতভর একযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, খিলগাঁও ও শাহজাদপুর থানা এলাকায় পৃথক ঝটিকা অভিযান চালিয়ে মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৪৪ জন গ্রেফতার করতে সক্ষম হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ মিজু (২২), মোঃ উজ্জল (২৫), স্বাধীন (২০), মোঃ জিসান (২২), মোঃ মাসুদ (১৯), মোঃ রানা মিয়া (২৩), মোঃ সোহেল মিয়া (২৬), মাহফুজ শেখ (৩১), মোঃ আলামিন (৪২),পংকজ কুমার ভৌমিক (৩৩), মোঃ বিল্লাল (৩৫), আব্দুল হালিম (৩৮), জিসান ওরফে শান্ত (২৩), মোঃ রাজিব মৃধা ওরফে আশাদুল (২৬), মোঃ শামীম (৩৫), মেরাজ (২৮),মোঃ সুমন (৩০), মোঃ রিপন মোল্যা (৩২), ফরহাদ (২২), মোঃ রিংকু (৩৫), মোঃ সজিব হোসেন (২০), মোঃ আরিফ হোসেন (১৮), মোঃ বেলাল হোসেন (১৮), মোঃ রবিন (১৯), মোঃ সাগর (২০), মোঃ ইয়াছিন (২১), শাকিল আহমেদ সুমন (৩৫), মোঃ জুয়েল রানা (২৮),
মোঃ সাদ্দাম শেখ (২২), মোঃ শাকিব মিয়া (১৯),
মোঃ শান্ত (২১), মোঃ আরিফ হোসেন (২০),মোঃ পারভেজ (২৮), মোঃ জালাল (২২), মোঃ সোহাগ (২৮), মোঃ রাব্বি (২৫), শামীম (১৮), মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৮), মোঃ রাকিব (২০), মোঃ রানা (২০), মোঃ অলীম উদ্দিন শেখ (৩০), মোঃ তারেক হোসেন (২০), মোঃ নুর ইসলাম (৪৫) ও মোঃ আজিজ (৩২)।
বীণা রানী দাস জানান, গ্রেফতারকালে তাদের নিকট থেকে সুইচ গিয়ার ৫ টি, চাকু ৩ টি, ক্ষুর ৪ টি, এন্টিকাটার ৩ টি, তার ১ টি, বেøড ২ টি, গামছা ৪ টি, বিষাক্ত মলম ১৯ টি, মোবাইল ফোন ১৫ টি, সীমকার্ড ১৪ টি, গাঁজা ৭৬০ গ্রাম এবং নগদ ১৪ হাজার ৬০৫ টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়।
র্যাব জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও পথচারী অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী কবলে পড়ে সর্বস্ব হারিয়ে জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের সদস্যদের প্রায় সকলেই মাদকাসক্ত। ফলে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, এ চক্রের সদস্যরা রাজধানীর লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় অজ্ঞানপার্টির সদস্যরা ঘোরাফেরা করতে থাকে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে ডাব, কোমল পানীয় কিংবা পানির সাথে বিষাক্ত চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। আবার কখনও যাত্রীবেশে লঞ্চ, বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে তাদের নাকের কাছে চেতনানাশক ঔষধে ভেজানো রুমাল দিয়ে যাত্রীদের অজ্ঞান করে থাকে। এছাড়া কোন কোন সময় তারা বিষাক্ত পানীয় সেবন করার বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। এ চক্রটি কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মূখে বিষাক্ত মলম বা মরিচের গুড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সর্বস্ব কেড়ে নেয়। এরপর কোন সহৃদয় ব্যক্তি ওই অজ্ঞান বা অসুস্থ যাত্রীকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে। চেতনানাশকের পরিমান বেশী হলে ভুক্তভোগীর জ্ঞান ফিরতে ৭২ ঘন্টা পর্যন্ত লেগে থাকে। অজ্ঞানপার্টির শিকার ব্যক্তি শারিরীকভাবে দুর্বল ও বয়স্ক হলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
র্যাব জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে উৎপেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয়। খিলগাঁও মালিবাগ রেইল গেইট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালবার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি থাকে । এ সকল অজ্ঞানপার্টি ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনার ফলে পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় ১টি, মতিঝিল থানায় ২টি, পল্টনে ৪ টি, শাহবাগ ২ টি ও শাহজাদপুর থানায় ২ টি মামলাসহ মোট ১১ টি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |