আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৪
বিডি দিনকাল ডেস্কঃ- রাজধানীর উত্তরার আজমপুর এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃত হলো মোঃ জহিরুল ইসলাম। এসময় তার হেফাজত থেকে ১৪৪০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: চট্টঃ মেট্রো- ন- ১১-৬৯৭৪) জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসির আরাফাত পিপিএম-সেবা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় অবস্থান করছে। তথ্যের যাচাই করে ঐ দিনই বিকাল ৫ টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ জহিরুলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু হয়েছে।সূত্রঃ ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |