আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:১১
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকা থেকে জাল নোটসহ মোঃ ওবায়দুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
শনিবার (৮ অক্টোবর ২০২২) দুপুর ২:২৫টায় উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টর এলাকা হতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলাম, বিপিএম জানান, কতিপয় ব্যক্তি উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টর এলাকায় জাল টাকা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাল নোটসহ ওবায়দুরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃতকে উত্তরা পশ্চিম থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্ররণের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |