আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৪
ঢাকা: রাজধানীর বংশালে শুক্কুর আলী (৪৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বংশাল রোডে স্টার বেকারির সামনে এ ঘটনা ঘটে।
তিনি পরিবার নিয়ে বংশাল কাজী আলাউদ্দিন রোডের ৬৯ নম্বর বাসায় থাকেন। ঘটনার পর আহত অবস্থায় রাতে একাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান শুক্কুর।
আহত শুক্কুর জানান, বংশাল আলুবাজারে একটি গলিতে তার পুরাতন লোহার পাইপের ব্যবসা রয়েছে। যাত্রাবাড়ীতে ব্যবসায়ীক কাজ শেষ করে রাতে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে স্টার বেকারির সামনে এলে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী রিকশাটি গতিরোধ করেন। এরপর রিকশাচালককে মারধর করতে থাকেন তারা। এক পর্যায়ে তারা তার পকেটে থাকা সাড়ে আট হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
তিনি বলেন, টাকা ও চেইন ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় আমি পেছন থেকে একজনকে টেনে ধরি। তখনই পাশের আরেকজন আমাকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর আমি একাই হাসপাতালে আসি।
বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম শাহীন ফকির জানান, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |