আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ সোহাগ আলী ও আজাদুল ইসলাম ওরফে আজাদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, রবিবার (৩০ এপ্রিল ২০২৩ খ্রি.) বিকাল ৫:৫০ টায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারসহ বাড্ডা থানার প্রগতি সরণি মেসার্স মেঘনা স্যানিটারি এর সামনে গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা ৪০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রয় করতো।
ডিএমপি’র বাড্ডা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |