আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৪
ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির বিভিন্ন থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই মাদকসেবী ও বিক্রেতা। গ্রেপ্তারের পর তারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬৬২টি ইয়াবা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ১৯ গ্রাম হেরোইন, ১৯ বোতল দেশি মদ, এক কেজি ৩১৫ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |