আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৩
ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাজিক মাশরুম’ নামে এক ধরনের মাদক উদ্ধার করেছে র্যাব। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে র্যাব-১০-এর একটি আভিযানিক দল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন: নাগিব হাসান অর্ণব (২৫) ও তাইফুর রশিদ জাহিদ (২৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘ম্যাজিক মাশরুম’ নামে এক ধরনের মাদক জব্দ করা হয়। পাশাপাশি এর সঙ্গে জড়িত থাকায় দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই যুবকের নিকট থেকে ‘ম্যাজিক মাশরুম’- এর ৫টি বারে ১২০টি স্লাইস এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রতিটি বারে ম্যাজিক মাশরুমের পরিমাণ ২ হাজার ৫০০ এমজি।
উল্লেখ্য, ম্যাজিক মাশরুম একটি সাইকেলেডিক (হ্যালোসিনোজেন) ড্রাগ। এই ড্রাগটি বিভিন্ন খাবারে যেমন- কেক ও চকলেট মিক্স অবস্থায় সেবন করা হয়। এছাড়াও পাউডার ক্যাপসুল হিসেবেও পাওয়া যায়। এই ড্রাগ ব্যবহারে সেবনকারীর নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। এমনকি কেউ কেউ ছাদ থেকে ঝাঁপিয়েও পড়তে পারে র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
ম্যাজিক মাশরুম জব্দের ঘটনায় গ্রেফতার যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |