আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২০
রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় খাদিজা আক্তার (৪৫) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খাদিজা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ওহাব আলীর স্ত্রী ও পবা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে খাদিজা আক্তার স্বামী-সন্তান নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে বিছানায় স্ত্রীকে না দেখে খাদিজার স্বামী ঘরের বাইরে যান। এ সময় বাড়ির গলির আড়ার সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বামী ওহাব আলী বাড়ির অন্যদের সহযোগিতায় খাদিজাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, খাদিজার লাশ তার বারান্দায় শোয়ানো ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্ত করা হবে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |