আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪০
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:- ঝালকাঠির রাজাপুরের আলোচিত সোহাগ ক্লিনিকে জরায়ুর টিউমারে ভূল অপারেশরে শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গৃহবধূ ফরিদা বেগম (৪০) কে উন্নত চিকিৎসার জন্য আজ (১০ই এপ্রিল ) দুপুরে বরিশালে প্রেরন করা হয়েছে। এইচবিএসএজি পজিটিভ থাকা সত্বেও ডা. নাসরিন সুলতানা ও ক্লিনিক মালিক টাকার লোভে এই ভ‚ল অপারেশন করেছে বলে ফরিদার পরিবার অভিযোগ করেছে। বিষয়টি ধরা পরলে ক্লিনিকে মালিক ঘটনা ধামাচাপা দিতে ৩মাস পর পুনরায় অপারেশন করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে বাড়ীতে পাঠনোর পর এখন পুরোপুরি অস্বীকার করছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ইদ্রিস মোল্লা ঝালকাঠি সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করলে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাসেলকে দিয়ে নামকাওয়াস্তে তদন্ত করিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অংকের অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছে বলেও অভিযোগে জানাগেছে।
ইদ্রিস মোল্লার ও তার পুত্র সফিকুল অভিযোগ করেন, গত বছরের ১০ নভেম্বর গৃহবধূ ফরিদা বেগম (৪০)কে সোহাগ ক্লিনিকে ভর্তি করলে ১১নভেম্বর ডা. নাসরিন সুলতানা তার জরায়ু টিউমার অপারেশ করেন। অপারেশনের ৫দিন পরে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলেও সুস্থতার বদলে অপারেশনের স্থানসহ শারিরীক অবস্থার ক্রমেই অবনতির ঘটতে থাকে।পরবর্তীতে বরিশালে নিয়ে প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম তালুকদারকে দেখালে অপারেশনে ত্রæটি ও প্রসাবের স্থানের একটি রগ কেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় ইদ্রিস মোল্লা স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নিয়ে ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগের কাছে গেলে সে ৩মাস পর উন্নত চিকিৎসা করার প্রতিশ্রæতি দিয়ে তাদের বাড়ীতে পাঠিয়ে দেন।
তারা আরো অভিযোগ করেন, ৩মাস অতিবাহিত হলে তারা পুনরায় ক্লিনিক মালিক সোহাগের কাছে আসলে সে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ ফিস্টুলা সেন্টার/বিবিএফ যাবার পরে কোন অসুবিধা হলে ফোনে যোগাযোগকরতে বলেন। এসময় ফরিদা বেগমের স্বামী পুনরায় চিকিৎসা ব্যয়ে কথা উল্লেখ করতেই ক্লিনিক মালিক সোহাগ রাগন্বিত হয়ে ‘তিনি কোন খরচ বহন করবে না বলে হুমকি দিয়ে পারলে থানায় গিয়ে মামলা করার দম্ভোক্তি করেন।
ইদ্রিস মোল্লা জানায়, আমি অশিক্ষিত মানুষ তাই ডাক্তার ও সোহাগ ক্লিনিক মালিক যেভাবে বলেছে সেভাবেই মেনে নিয়ে এখোন আমার স্ত্রীর জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে। এ অবস্থায় গত ৭ দিন ধরে রাজাপুর উপজেলা স্ব্যাস্থ্য কম্পেøক্সে চিকিৎসাধীন থাকার পরে আজ আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে কর্তব্যরত ডাঃ নাসরিন সুলতানার বলেন, রোগীর অবস্থা খারাপ হলে এইচবিএসএজি পজিটিভ থাকলেও অপারেশন করা যায়। আমি ওই ক্লিনিকে অনেক অপারেশন করেছি , কোন দূর্ঘটনা হয়েছে বলে মনে পড়ে না।
আর সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব সোহাগ জানায়, রোগী ভর্তি করানোর পরে অপারশেন সফল ভাবেই সম্পন্ন হয়েছে। ৩মাস পরে অপারেশন স্থলে সমস্যা কথা নিয়ে এলে তাদের উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এখন তারা স্থানীয় একটি চক্র ও ব্যবসায়ীক প্রতিদ্বন্দিদের ইন্ধনে আমার উপরে সম্পুর্ণ দায়ভার চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রহন চন্দ্র ঢালী জানায়, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাসেলকে দায়ত্ব দিয়ে এক সদস্যের তদন্ত টিম গঠন করেছি। তদন্ত রিপোর্টপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। তবে রাজাপুরের ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া কতোটা সঠিক বা নিরপেক্ষ হবে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |