রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কর্তিমারিতে হলহলি নদীর ভাঙ্গনে তিনটি গ্রাম বিলীন হয়েছে। রাজীবপুর উপজেলার কর্তিমারিতে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হিসেবে পরিচিত হলহলি নদী সংলগ্ন তিনটি গ্রাম ধনার চর নতুনগ্রাম ও কান্দাপাড়া। গত কয়েক মাসের ব্যবধানে হলহলি নদী ভাঙ্গনে তিনটি গ্রামের ৫ শতাধিক পরিবার এবং ২ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সেই সাথে প্রায় ৩শ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কান্দাপাড়া এলাকার নজরুল ইসলাম মাস্টার, আয়নাল কারী, দারোগ আলী । ধনারচর এলাকার দেলবর হোসেন, হানিফ মিয়া, আব্দুল বাতেন মেম্বার সহ অনেকে হলহলি নদীভাঙনে বসতবাড়ি হারিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষক সমাজসেবী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ জানায়, হলহলি নদী ভাঙ্গনের কারণে কর্তিমারি তিনটি গ্রাম নদীগর্ভে বিলীন হলেও সরকারিভাবে তেমন কোন নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত প্রকল্প গ্রহণ করে নদী ভাঙ্গন রোধে একটি কার্যকর সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি।