- প্রচ্ছদ
-
- দুর্ঘটনার সংবাদ
- রাণীশংকৈলে কোচের ধাক্কায় নিহত -১ ও আহত -২
রাণীশংকৈলে কোচের ধাক্কায় নিহত -১ ও আহত -২
প্রকাশ: ২৩ জুন, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে আটটায় রাণীশংকৈল টু পীরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল -আমিন (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো দুই জন। নিহত ব্যাক্তি বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী(৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৮) আহত হয়েছেন।
থানা পুলিশ সুত্র জানা গেছে, রাণীশংকৈল থেকে ঢাকাগামী নাইট কোচ রাজ পরিবহন রওনা হলে পুরাতন সেন্টার পাটগাঁও নামক স্থানে পিছন থেকে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনা স্থলে পরে যায় আহত অবস্থায় পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে রেফার্ড করলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন, কোচ রাজ পরিবহনকে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলায় আটক করে থানায় রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। হলে প্রয়োজনীয় ব্যাবস্তা নেওয়া হবে।
Please follow and like us:
20 20