আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৪
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে কৌভিড_১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও আ’লীগ সভাপতি সইদুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,উপজেলা বি.এন পি সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ উপজেলায় প্রথম ধাপে ৭ হাজার ডোজ টিকা পৌঁচেছে। এর মধ্যে প্রথম দফায় ৩৫০০ জনকে টিকা দেয়া হবে। আজ রেজিস্ট্রেশন ভুক্ত অনুযায়ী ১৮২ জনের মধ্যে ২ জনকে দিয়ে উদ্ভোধন করা হয় । সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |