- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে হাসপাতাল গেটের সামনে ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় সুন্দরী বেগম(৬৫)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা উপজেলার রায়পুর গ্রামডাঙ্গির গ্রামের আমীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সুন্দরী বেগম কোভিড ১৯ টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। আহত ও অজ্ঞান অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
এ বিষয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। থানার ওসি এস এম জাহিদ ইকবাল ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তারা নিয়ে গেছেন।
Please follow and like us:
20 20