- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
রাণীশংকৈলে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
প্রকাশ: ১ জুন, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ( বুধবার ১ জুন) দুপুরে পৌর শহরের বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত। এসময় ভ্রামমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহা।
ভ্রামমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডিসি ডাক্তার আব্দুল্লাহ আল মুনইম, স্যানিটারী ইন্সপেক্টর সারোয়ার হোসেন, সহযোগি স্যানিটারী ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, ভুমি অফিসের পেশকার মশিউর রহমান,সহ থানা পুলিশ।
পৌর শহরের অবস্থিত আল-মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা, ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, সেন্ট্রাল ডিজিটাল ডায়াগনস্টিক ৫ হাজার টাকা,এবং মা ও শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্নিবাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা বলেন,অনুমোদনের কাগজপত্র সহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে।এবং ক্লিনিক গুলোকে সকল প্রকার কাগজপত্র ঠিক করার জন্য নিদিষ্ট সময় দেওয়া হয়েছে ।
Please follow and like us:
20 20