- প্রচ্ছদ
-
- মিডিয়া
- রাণীশংকৈলে মুক্তির ৭১ নিউজের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন
রাণীশংকৈলে মুক্তির ৭১ নিউজের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন
প্রকাশ: ১৬ মার্চ, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।মুক্তির ৭১ নিউজের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বলতে এসেছি স্বাধীনতার কথা এ শ্লোগান নিয়ে ওই বিভাগের ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক, ইউএনও স্টিভ কবির, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন
মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,
পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক এস এম ইউসুফ আলী, রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ সেখ, আ’লীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা নেতা সমাসুল আরেফিন ও আবু তাহের আ’লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব প্রমুখ।
এছাড়াও পত্রিকাটির সম্পাদক মো: শাহিদ আজিজ মুন্নার সভাপতিত্বে নির্বাহী সম্পাদক জোহরা আক্তার নুসরাত ও বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি অধ্যাপক আলোয়ারুল ইসলাম,রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি মোঃ কুসমত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিল্পী,সাবেক সভাপতি মোবারক আলী ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমূখ।
এসময় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কমনা করেন অতিথিরা। সরেজমিনে গিয়ে যে কোন ঘটনার সঠিক তথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান পত্রিকাটির সম্পাদকীয় পরিষদের সদস্যরা।
Please follow and like us:
20 20